ইরানে মোসাদকে ধন্যবাদ জানিয়ে ব্যানার ভাইরাল

ইরানে মোসাদকে ধন্যবাদ জানিয়ে ব্যানার ভাইরাল

অনলাইন ডেস্ক

ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহর হত্যাকাণ্ডের পর তেহরানে ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদকে ধন্যবাদ জানিয়ে দেশটির পতাকা টাঙানোর ছবি সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে।

গত ২৭ নভেম্বর অজ্ঞাত সন্ত্রাসীদের হামলায় নিহতের ১০ দিন পর এ ধরনের খবর প্রকাশ করে ইসরাইলের কয়েকটি গণমাধ্যম।

এর পর থেকে এ খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। -খবর জেরুজালেম পোস্ট ও আল আরাবিয়ার।

তবে এ ব্যাপারে ইরানের কোন বক্তব্য পাওয়া যায়নি। ইরানের ছদ্মনাম ব্যবহার করা এক সোশ্যাল মিডিয়া কর্মী ভাহিদ অনলাইন নামে একটি পোর্টালে দুটি ছবি ও একটি ভিডিও শেয়ার করেন।

সেখানে দেখা যায়, তেহরানে পায়ে হেঁটে চলা একটি ব্রিজে ইসরাইলি পতাকা সাঁটানো হয়েছে। ভাহিদ অনলাইন বলছে, তেহরানের তেহরানপার্স এরিয়া থেকে এই ছবি তোলা হয়েছে বলে দাবি করা হয়েছে।

ইসরাইলি ওই পতাকার সঙ্গে ইংরেজি ভাষায় একটি ব্যানারও লেখা ছিল। সেখানে বলা হয়, ‘থ্যাংক ইউ মোসাদ’।

সম্প্রতি ইরানি পরমাণু বিজ্ঞানীর হত্যাকাণ্ডের সঙ্গে এর সম্পর্ক রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্র ও তার ঘনিষ্ঠ মিত্র ইসরাইল বহুদিন ধরেই বলে আসছিল, ইরানের সামরিক কর্মসূচির মূল স্থপতি হচ্ছেন ফাখরিজাদেহ।

গত ২৭ নভেম্বর রাতে তেহরানের কাছে একটি আত্মঘাতী হামলায় তাকে হত্যা করা হয়।

ওই হত্যাকাণ্ডের জন্য ইসরাইলকে দায়ী করেছে ইরান। তবে ইসরাইল এ হত্যাকাণ্ড নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করেনি।

আরও পড়ুন: 


পদ্মা সেতু পারাপারে সম্ভাব্য টোল নির্ধারণ

কোষ্ঠকাঠিন্য নিয়ে চিকিৎসকের কিছু পরামর্শ

শিশুটিকে লাথি ও পাথর দিয়ে মাথা তেতলে হত্যা করে নেশাগ্রস্ত যুবক

নিষেধাজ্ঞার পরও পদ্মাসেতুর পিলারে লেখালেখি, আঁকিবুকি

ঐক্যফ্রন্ট এক সঙ্গে কাজ করছে না : ডা. জাফরুল্লাহ

উপকার হয় ও বিপদ-আপদ থেকে রক্ষা পাওয়া যায় এমন কিছু দোয়া


news24bd.tv কামরুল