মাদ্রিদ ডার্বিতে রিয়ালের জয়

মাদ্রিদ ডার্বিতে রিয়ালের জয়

অনলাইন ডেস্ক

লা লিগায় মৌসুমের প্রথম মাদ্রিদ ডার্বিতে অ্যাতলেতিকো মাদ্রিদকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ক্যাসেমিরোর গোলে ম্যাচের শুরুর দিকেই এগিয়ে গিয়েছিল রিয়াল। দ্বিতীয়ার্ধে তাদের অন্য গোলটি প্রতিপক্ষের আত্মঘাতী।

আলফ্রেদ্রো দি স্তেফানো স্টেডিয়ামে দারুণ ছন্দে থাকা অ্যাতলেতিকোকে আসরে প্রথম হারের স্বাদ দিল জিদানের দল।

স্প্যানিশ লিগে ২৬ ম্যাচ ও ১০ মাসেরও বেশি সময় পর হারের তেতো স্বাদ পেল অ্যাতলেতিকো। এর আগে সবশেষ গত ফেব্রুয়ারির শুরুতে এই নগর প্রতিদ্বন্দ্বীদের মাঠেই ১-০ গোলে হেরেছিল তারা।

ম্যাচের নবম মিনিটে ব্রাজিলীয় তারকা ক্যাসিমেরোর গোলে এগিয়ে যায় রিয়াল। টনি ক্রুসের কর্নারে হেডে পোস্ট ঘেঁষে বল জালে পাঠান তিনি।

দ্বিতীয়ার্ধের দশম মিনিটে ম্যাচে প্রথম সুযোগ পায় অ্যাতলেতিকো। ডান দিক থেকে মার্কোস ইয়োরেন্তের বাড়ানো নিচু ক্রস ভারানে-কারভাহাল ক্লিয়ার করতে ব্যর্থ হলে ছোট ডি-বক্সের বাঁ দিকে ফাঁকায় পেয়ে যান তুমা লিমাঁ। পাশের জালে মেরে সুবর্ণ সুযোগটি নষ্ট করেন ফরাসি এই ফরোয়ার্ড।

৬৩তম মিনিটে দানি কারভাহালের নৈপুণ্য সঙ্গে ভাগ্যের সহায়তায় ব্যবধান দ্বিগুণ করে রিয়াল। ক্রুসের ফ্রি কিকে ডি-বক্সে বল হেডে ক্লিয়ার হলেও পেয়ে যান কারভাহাল। বুক দিয়ে নামিয়ে স্প্যানিশ ডিফেন্ডারের নেওয়া জোরালো শটে বল পোস্টে লেগে ফেরার পথে ওবলাকের পেছনে লেগে জালে জড়ায়।

ম্যাচের বাকি সময় আর গোল না হওয়ায় ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা। এ জয়ের ফলে ১২ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠেছে রিয়াল। সমান ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল সোসিয়েদাদ। শীর্ষে থাকা অ্যাতলেতিকোর পয়েন্ট ২৬, এক ম্যাচ কম খেলেছে তারা।

১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে মেসির বার্সেলোনা।

আরও পড়ুন:


ওয়াজে যেতে লাগবে গাড়ি, যৌতুকের জন্য স্ত্রী-শ্বশুর-শাশুড়িকে পেটালেন ইমাম

ডিভোর্সি পরিচয় দিয়েই ৩০ কোটি টাকার মালিক সাদিয়া

শাহবাগের কর্মসূচিতে আর বিদ্যুৎ দেবে না জাদুঘর কতৃপক্ষ

গ্যারেজের মধ্যে ঢুকে পড়ল বাস, প্রাণ নিল দুই ভাইয়ের

করোনায় আক্রান্ত হয়ে যা বললেন নুসরাত ফারিয়া

ছেলের খাতনা করায় সিদ্দিকের নামে সাবেক স্ত্রী'র জিডি


news24bd.tv কামরুল