সিনহা হত্যা: ওসি প্রদীপসহ ১৫ জন অভিযুক্ত

সিনহা হত্যা: ওসি প্রদীপসহ ১৫ জন অভিযুক্ত

অনলাইন ডেস্ক

পুলিশের গুলিতে নিহত সেনাবাহিনীর মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার অভিযোগপত্র আদালতে জমা দিয়েছে র‌্যাব। সকাল পৌনে এগারটার দিকে  আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা।

বরখাস্তকৃত ওসি প্রদীপসহ ১৫ জনকে অভিযুক্ত করা হয়েছে অভিযোগপত্রে। আর মূল পরিকল্পকারী হিসেবে ওঠে এসেছে ওসি প্রদীপের নাম।

 

গেল  ৩১ জুলাই রাতে কক্সবাজারের টেকনাফ উপজেলার শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাখেদ খান।

এ ঘটনায় গত ৫ আগস্ট নিহত সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সাবেক ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলীকে প্রধান আসামি করে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশসহ নয় জন পুলিশ সদস্যকে আসামি করা হয়।

আদালত মামলাটির তদন্ত করার আদেশ দেন র‌্যাবকে।

আরও পড়ুন: গর্ভাবস্থায় যেসব ফল ঝুঁকিপূর্ণ

এদিকে অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যার ঘটনায় তার বোনের দায়ের মামলাটি বে-আইনি ও অবৈধ ঘোষণা চেয়ে প্রধান আসামি লিয়াকত আলীর আইনজীবীর দায়ের মামলার পূর্ণাঙ্গ শুনানীর নির্ধারিত দিন আজ।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর