হারের স্বাদ পেলো রিয়াল মাদ্রিদ

হারের স্বাদ পেলো রিয়াল মাদ্রিদ

অনলাইন ডেস্ক

লা লিগার চলতি মৌসুমে অ্যাতলেটিকো মাদ্রিদকে প্রথম হারের স্বাদ দিলো রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে ২-০ গোলে জিতেছে জিনেদিন জিদানের দল। বুন্ডেসলিগায় লেভানদোভস্কির গোলে রক্ষা পায় বায়ার্ন মিউনিখ। বার্লিনের বিপক্ষে ম্যাচটি ড্র হয় ১-১ গোলে।

লিগে এই নিয়ে সবশেষ চার ম্যাচের তিনটিতেই পয়েন্ট হারাল বায়ার্ন।

এদিকে, ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনের মাঠে আবারও হারের স্বাদ পেয়েছে চেলসি। ১-০ গোলে ধরাশায়ী হয় ব্লুজরা।    
চ্যাম্পিয়ন্স লিগে খাদের কিনারায় দাঁড়িয়ে বরুশিয়া মনশেনগ্লাডবাখকে হারিয়েছিল রিয়াল মাদ্রিদ।

এবার আরকটি দারুণ পারফরম্যান্সে আতলেটিকোকে আসরে প্রথম হারের স্বাদ দিল জিদানের দল। ২-০ গোলে হার লালিগার চলতি মৌসুমে প্রথম অ্যাতলেটিকোর।

দেয়ালে পিঠ ঠেকে গেলে রিয়াল কতটা ভয়ঙ্কর হতে পারে-শাখতার দোনেৎস্কের বিপক্ষে হারের পর মাঠে তা দেখানোর তাগিদ দিয়েছিলেন লুকা মদ্রিচ। ঘরের মাঠে ম্যাচের ১৫ মিনিটে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। চাপ ধরে রেখে পাঁচ মিনিট পরেই গোল আদায় করে নেয় চ্যাম্পিয়নরা। টনি ক্রুসের কর্নারে হেডে পোস্ট ঘেঁষে বল জালে পাঠান অরক্ষিত কাসেমিরো। ম্যাচের ফাস্টর ১-০।

ম্যাচের ৬৩ মিনিটে আত্মঘাতি গোলে আবারো পিছিয়ে পড়ে অ্যাতলেটিকো মাদ্রিদ। দিন যে তাদের ঠিক জানিয়ে দেন ভাগ্যদেবী। ম্যাচে ফিরতে মরিয়া হয়ে শেষ দিকে চাপ বাড়ায় আতলেতিকো। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। ২-০ গোলের হার নিয়ে ছাড়তে হয় মাঠ।

১২ ম্যাচে রিয়ালের এটি সপ্তম জয়। শীর্ষে থাকা আতলেতিকোর পয়েন্ট ২৬, এক ম্যাচ কম খেলেছে তারা।

আরও পড়ুন: সিনহা হত্যা: ওসি প্রদীপসহ ১৫ জন অভিযুক্ত

এদিকে বুন্ডেসলিগায় শুরুতে গোল খেয়ে ইউনিয়ন বার্লিনের বিপক্ষে হারের শঙ্কায় পড়েছিল বায়ার্ন মিউনিখ। লেভানদোভস্কির দ্বিতীয়ার্ধের গোলে পয়েন্ট নিয়ে ফিরেছে হান্স ফ্লিকের দল। ১-১ গোলের ড্রয়ে লিগে এই নিয়ে সবশেষ চার ম্যাচের তিনটিতেই পয়েন্ট হারাল বায়ার্ন।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর