যে কারণে চাকরি হারালেন রুশ বাহিনীর ‘বিউটি কুইন’ অ্যানা

যে কারণে চাকরি হারালেন রুশ বাহিনীর ‘বিউটি কুইন’ অ্যানা

অনলাইন ডেস্ক

রাশিয়ার অভ্যন্তরীণ সামরিক বাহিনীর ‘বিউটি কুইন’ খ্যাত অ্যানা খারমতসোভাকে চাকরিচ্যুত করা হয়েছে। সহকর্মীদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

রুশ সংবাদমাধ্যম আরটি জানায়, সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম আবেদনময়ী ছবি ও ভিডিও প্রকাশ করে জনপ্রিয় হয়ে উঠেন অ্যানা।

২০১৯ সালে ন্যাশনাল গার্ড সুন্দরী প্রতিযোগিতায় খেতাব জিতেন তিনি।

হারান এক হাজার প্রতিযোগীকে। অনলাইনে সেই প্রতিযোগিতার তার কিছু বিকিনি ছবিও দেখা যায়।

রাইফেল হাতে সামরিক বাহিনীর পোশাকে প্রায় সময় পোজ দিতে দেখা যায় তাকে। সম্প্রতি ব্যারাক থেকে এক ভিডিও প্রকাশ করে চাকরি হারাতে হলো রুশ সুন্দরীকে।


আরও পড়ুন: 

কুয়েতে করোনায় বাংলাদেশির মৃত্যু

হেফাজতে ইসলামের মহাসচিব নূর হোসাইন কাসেমী আর নেই

অহেতুক টাকা নেয় হাসাপাতাল !


ভিডিওটিতে অ্যানা দাবি করেন, তার সৌন্দর্য ও সাফল্যে সহকর্মী নারীরা ঈর্ষান্বিত। বিশেষ করে বিউটি কুইনের সম্মাননা জেতার পর সহকর্মীদের খারাপ আচরনের শিকার হন তিনি।

রুশ আউটলেট গভোরিত মস্কভাকে এক প্রতিক্রিয়ায় অ্যানা জানান, বাহিনীতে মনোবল বাড়াতে অনেকটা মজা করে এ ভিডিও পোস্ট করেছিলেন তিনি। কোনো কারণ ছাড়াই তাকে চাকরিচ্যুত করা হয়েছে।

৩২ বছর বয়সী এ বিউটি কুইন বলেন, ‘আমি চাকরিচ্যুত হয়েছি, কারণ সেটাই তারা চেয়েছিল। আমি কাউকে ডিঙিয়ে গিয়েছিলাম। ’

news24bd.tv নাজিম