নাইজেরিয়ায় স্কুলে সন্ত্রাসী হামলা, নিখোঁজ ৪০০ শিক্ষার্থী

নাইজেরিয়ায় স্কুলে সন্ত্রাসী হামলা, নিখোঁজ ৪০০ শিক্ষার্থী

অনলাইন ডেস্ক

নাইজেরিয়ায় উত্তর-পশ্চিমাঞ্চলীয় ক্যাটসিনা রাজ্যের একটি মাধ্যমিক বিদ্যালয়ে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এখনো পর্যন্ত ওই বিদ্যালয়ের প্রায় ৪০০ শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। গত শুক্রবার রাত ১০টার দিকে কিছু বন্দুকধারী অতর্কিত স্কুলে ঢুকে গুলি চালায়।

জানা গেছে, ক্যানকারা এলাকায় অবস্থিত গভর্নমেন্ট সায়েন্স সেকেন্ডারি স্কুল নামের বিদ্যালয়টিতে ঘটনার দিন পুলিশও পাল্টা গুলি ছোড়ে।

এ সময় শিক্ষার্থীরা নিরাপদ স্থানে যেতে ছোটাছুটি শুরু করে। তারপর  থেকে নিখোঁজ ৪০০ শিক্ষার্থী। ঘটনার পর শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে সমবেত হন নিখোঁজ শিক্ষার্থীর উদ্বিগ্ন স্বজনেরা।


আরও পড়ুন: পদত্যাগের দাবিতে নেতানিয়াহুর বাসভবন ঘেরাও


পুলিশের মুখপাত্র গাম্বো ইসাহ এক বিবৃতিতে জানায়, বন্দুকধারীদের হামলার পর সংঘটিত বন্দুকযুদ্ধে পুলিশের এক সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।

উল্লেখ্য, এ হামলার ঘটনার দিন দেশটির প্রেসিডেন্ট বুহারি ওই এলাকায় পরিদর্শন করেছেন। বলা হয়েছে, শিক্ষার্থীদের খুঁজে বের করতে দেমটির সেনা ও বিমান বাহিনীর কাজ করছে। সূত্র : বিবিসি।

news24bd.tv আহমেদ