দিনাজপুরে আবারো বেড়েছে চালের দাম

ফখরুল হাসান পলাশ

কয়েকদিনে দিনাজপুরে আবারো বেড়েছে চালের দাম। খুচরা বাজারে প্রতি কেজি চাল প্রকারভেদে ৪ থেকে ৫ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে। দফায় দফায় চালের মূল্য বৃদ্ধিতে বিপাকে পড়েছেন নিন্ম আয়ের মানুষ। মূল্যবৃদ্ধি নিয়ে পরস্পরের উপর দায় চাপাচ্ছেন আড়ৎদার ও মিল মালিকরা।

সাধারণত প্রতিবছর এই সময়টাতে নতুন ধান উঠায় বাজারে কিছুটা কমতির দিকে থাকে চালের দাম। অথচ এবার উল্টো চিত্র দেশের সিংহভাগ চাল উৎপাদনের জেলা দিনাজপুরে।

সপ্তাহের ব্যবধানে প্রকারভেদে খুচরা বাজারে দাম বেড়েছে ৪ থেকে ৫ টাকা। জেলার সবচেয়ে বড় চালের মোকাম বাহাদুর বাজার ও চকবাজার ঘুরে দেখা যায়, মোটা স্বর্ণা কেজিপ্রতি ৪০ থেকে ৪২, বিআর আটাস ৫০ থেকে ৫২, মিনিকেট ৫৭ থেকে ৫৮ টাকায় বিক্রি হচ্ছে।

ক্রেতা ও চাল ব্যবসায়ী

যদিও আড়তদারদের এমন অভিযোগ মানতে নারাজ মিল- মালিকরা। তাদের দাবি, ধানের দামের সঙ্গে সামজ্ঞস্য রেখে চালের দাম নির্ধারণ করা হয়েছে। নয়তোবা লোকসান গুনতে হবে। শহীদুর রহমান পাটোয়ারী, সহ-সভাপতি, বাংলাদেশ অটো, মেজর ও হাসকিং মিল মালিক এসোসিয়েশন।

আরও পড়ুন: কাতারে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

আফগানিস্তানে সরকারি বাহিনীর সঙ্গে ভয়াবহ সংঘর্ষে ৬৩ তালেবান নিহত

তবে, দাম স্থিতিশীল রাখতে নিয়মিত বাজার মনিটরিং জোরদার ও খুচরা পর্যায়ে সরকারীভাবে মূল্য নির্ধারণের দাবি ভোক্তাদের।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর