নারীদের সুরক্ষায় আইন প্রণয়ন করছে সরকার: প্রধানমন্ত্রী, অধিকার আদায়ে যোগ্যতা অর্জন করতে হবে নারীদেরকেই, ৫ নারীকে দেয়া হয়েছে জয়িতা পুরস্কার
ঘন কুয়াশায় বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
অনলাইন ডেস্ক
ঘন কুয়াশার কারণে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। সোমবার (১৪ ডিসেম্বর) ভোর ৪টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট সূত্রে এতথ্য জানা গেছে।
জানা যায়, কুয়াশার পরিমাণ বেড়ে গেলে দিক নির্দেশনামূলক বাতি ঝাপসা হয়ে যায়। এতে দুর্ঘটনা এড়াতে ভোর ৪টা থেকে নৌরুটের সকল ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। এছাড়া পদ্মায় মাঝখানে কয়েকটি ফেরি নোঙর করে রাখা হয়।
আরও পড়ুন: দিনাজপুরে আবারো বেড়েছে চালের দাম
আফগানিস্তানে সরকারি বাহিনীর সঙ্গে ভয়াবহ সংঘর্ষে ৬৩ তালেবান নিহত
কাতারে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু
বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমেদ জানান, কুয়াশার মাত্রা বেড়ে যাওয়ায় ভোর ৪টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কমে গেলে নৌ চলাচল স্বাভাবিক হবে।
news24bd.tv তৌহিদ
পরবর্তী খবর
মন্তব্য