নীলফামারীর সৈয়দপুরে কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে একজন নিহত, আহত অন্তত ২ জন
চাঁদের ২ কেজি পাথর নিয়ে পৃথিবীতে ফিরছে চীনা মহাকাশযান
অনলাইন ডেস্ক
চাঁদ থেকে দুই কেজি পাথর নিয়ে পৃথিবীর পথে রওনা হয়েছে চীনের রোবট চালিত মহাকাশযান চ্যাংই-5।
চীনের জাতীয় মহাকাশ প্রশাসন জানায়, চ্যাংই-5 ক্যাপসুল চাঁদ থেকে পৃথিবীর পথে তিন দিনের যাত্রা শুরু করেছে। ক্যাপসুলটি তার মহাকাশযানের বাকি অংশ থেকে আলাদা হওয়ার পর চীনের উত্তরাঞ্চলে প্যারাসুটের মাধ্যমে অবতরণ করবে।
আরও পড়ুন:
ইউটিউবসহ গুগলের বিভিন্ন সেবায় বিভ্রাট
‘সালমান শাহ’ হত্যা মামলায় গ্রেপ্তার ২
'জীবনে অনেক ভুল করে দেউলিয়া হয়েছি'
স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
চাঁদের পৃষ্ঠে ড্রিল করে ও সরাসরি তুলে নিয়ে পাথরগুলো সংগ্রহ করা হয়। নমুনাগুলোর বয়স ও উপাদান বিশ্লেষণের জন্য চীন গবেষণাগার স্থাপন করা হয়েছে। ১৯৭৬ সালে সোভিয়েত ইউনিয়নের পর চাঁদ থেকে পৃথিবীতে পাথর আনা হচ্ছে।
news24bd.tv নাজিম
পরবর্তী খবর
মন্তব্য