নারীদের সুরক্ষায় আইন প্রণয়ন করছে সরকার: প্রধানমন্ত্রী, অধিকার আদায়ে যোগ্যতা অর্জন করতে হবে নারীদেরকেই, ৫ নারীকে দেয়া হয়েছে জয়িতা পুরস্কার
অবশেষে ইসরায়েলে রাষ্ট্রদূত নিয়োগ দিলো এরদোয়ান সরকার
অনলাইন ডেস্ক
দুই বছর পর ইসরায়েলে আবারো নিজেদের রাষ্ট্রদূত নিয়োগ দিতে যাচ্ছে তুরস্ক। ২০১৮ সালের মে মাসে তেল আবিব থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করে আঙ্কারা।
অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের ওপর ভয়াবহ ইসরাইলি হামলার প্রতিবাদে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া তেল আবিব থেকে মার্কিন দূতাবাস জেরুজালেমে স্থানান্তরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার প্রতিবাদে জানিয়েছিলো আঙ্কারা।
আল জাজিরা জানায়, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের লক্ষে ৪০ বছর বয়সী উফুক উলুতাসকে তুরস্কের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
ইউটিউবসহ গুগলের বিভিন্ন সেবায় বিভ্রাট
‘সালমান শাহ’ হত্যা মামলায় গ্রেপ্তার ২
'জীবনে অনেক ভুল করে দেউলিয়া হয়েছি'
স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
প্রতিবেদনে উলুতাসকে খুবই মার্জিত, অত্যন্ত বুদ্ধিমান এবং ঘোর ফিলিস্তিনপন্থী বলে অভিহিত করা হয়েছে। জেরুজালেম বিশ্ববিদ্যালয়ে হিব্রু এবং মধ্যপ্রাচ্য রাজনীতি নিয়ে পড়াশোনা করেছেন তিনি। ইসরাইলের আঞ্চলিক প্রতিপক্ষ ইরান বিষয়েও বিশেষজ্ঞ উলুতাস। তবে কূটনৈতিক হিসেবে তার পূর্বের কোনো অভিজ্ঞতা নেই।
news24bd.tv নাজিম
পরবর্তী খবর
মন্তব্য