দুদক সহকারী পরিচালক আলমগীর হোসেনের বিরুদ্ধে ঘুষের ভিডিও হাইকোর্টে দাখিলের নির্দেশ
বিনম্র শ্রদ্ধায় শহীদদের স্মরণ
রিশাদ হাসান
শহীদ বুদ্ধিজীবী দিবসে রায়ের বাজার বদ্ধভূমিতে শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ। হাতে ফুল ও বিনম্র শ্রদ্ধায় সব শ্রেণি পেশার মানুষে কাছে মিলল প্রাপ্তি ও প্রত্যাশার হিসেব। কেউ শোনালেন শোককে শাক্তিতে পরিণত করার গল্প আবার কেউ চাইলেন, বুদ্ধিজীবী হত্যার বিচার।
কুয়াশা ভেঁজা সকাল। স্মৃতি স্তম্ভে অর্ধনমিত লাল সুবুজের পতাকা। রায়েরবাজারের বদ্ধভূমির রক্ত লাল সূর্য জানান দিলো শহীদ বুদ্ধিজীবী দিবস আজ।
হাতে ফুল আর গভীর শ্রদ্ধাভরে জাতীর শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করার দিন। যেদিন ঘাতকের বুলেট-বেয়নেট বিদ্ধ করেছিলো তাদের।
এদিন যারা শ্রদ্ধা জানাতে আসেন তারা বললেন সময়ের পরিক্রমায় পাল্টে গেছে প্রেক্ষাপট। ঠিকই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ।
আরও পড়ুন:
ইউটিউবসহ গুগলের বিভিন্ন সেবায় বিভ্রাট
‘সালমান শাহ’ হত্যা মামলায় গ্রেপ্তার ২
'জীবনে অনেক ভুল করে দেউলিয়া হয়েছি'
স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
স্বাধীন বাংলাদেশে উগ্র মৌলবাদের ঠাঁই বলে মন্তব্য করেন শ্রদ্ধা জানাতে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান।
আগতরা বলছেন, বিজয়ের প্রাক্কালে, শোককে শক্তিতে পরিণত করার দিনের এই ইতিহাস, ছড়িয়ে পড়ুক প্রজন্ম থেকে প্রজন্মে।
news24bd.tv নাজিম
পরবর্তী খবর
মন্তব্য