শওকত মাহমুদ কর্মীদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করছেন: রিজভী
শওকত মাহমুদকে শোকজ

শওকত মাহমুদ কর্মীদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করছেন: রিজভী

নিজস্ব প্রতিবেদক

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দলের ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপি।

রাতে এ কথা নিশ্চিত করেছেন দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান রুহুল কবির রিজভী আহমেদ। চিঠি পাওয়ার ৭২ ঘন্টার মধ্যে তাকে জাবাব দিতে বলা হয়েছে বলেও জানান তিনি।  

রিজভী জানান, শওকত মাহমুদ দলের নাম ব্যবহার করে দলীয় কর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছেন।

একই সঙ্গে নানা ধরণের সাংগঠনিক অপতৎপরাতার সঙ্গে তিনি জড়িত আছেন এমন অভিযোগ বিএনপির কাছে রয়েছে বলে জানান রিজভী আহমেদ।  


আরও পড়ুন:

ইউটিউবসহ গুগলের বিভিন্ন সেবায় বিভ্রাট

‘সালমান শাহ’ হত্যা মামলায় গ্রেপ্তার ২

'জীবনে অনেক ভুল করে দেউলিয়া হয়েছি'

স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড


তিনি বলেন, শওকত মাহমুদের বিরুদ্ধে আসা এসব অভিযোগের সুস্পষ্ট তথ্য ও প্রমাণ ইতোমধ্যে দলের কাছে এসে পৌঁছেছে।  

এ বিষয়ে জানতে বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়।

বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদকে শোকজ

news24bd.tv নাজিম