ভাস্কর্য বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিলেন না ফখরুল

ভাস্কর্য বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিলেন না ফখরুল

সজল দাস

পেছন থেকে মদদ দিচ্ছে বলেই ভাস্কর্য ইস্যুতে বিএনপি কোনো কথা বলছে না, আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের এমন মন্তব্যের বিপরীতে ভাস্কর্য ইস্যুতে সাংবাদিকদের প্রশ্ন পুরোপুরি এড়িয়ে গেলেন বিএনপি মহাসচিব।  

বুদ্ধিজীবী দিবসে শহীদ বেদীতে শ্রদ্ধা জানানোর পর রাজনৈতিক দলগুলোর বক্তব্যে ঘুরেফিরে এলো ভাস্কর্য ইস্যু। যেখানে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক গণতান্ত্রিক দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালো রাজনৈতিক দলগুলো।  

সকাল সাড়ে ছ’টায় শীতের ঘন কুয়াশার চাদরে ঘেরা মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ শহীদ বেদিতে শ্রদ্ধা জানাতে হাজির সর্বস্তরের মানুষ।

সাতটা বাজতেই বেজে ওঠে বিউগলের সুর। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে শহীদ বেদীতে শ্রদ্ধা জানান তাদের প্রতিনিধিরা। স্পিকার ও ডেপুটি স্পিকারের পর শহীদ বু্দ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী।


আরও পড়ুন:

বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদকে শোকজ

শওকত মাহমুদ কর্মীদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করছেন: রিজভী

ইউটিউবসহ গুগলের বিভিন্ন সেবায় বিভ্রাট

‘সালমান শাহ’ হত্যা মামলায় গ্রেপ্তার ২

'জীবনে অনেক ভুল করে দেউলিয়া হয়েছি'

স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড


শ্রদ্ধা জানাতে এস আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভাস্কর্য ইস্যুতে বিএনপির অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন।

সকাল দশটায় বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আসে বিএনপি। শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন দলের মহাসচিব।

তবে, ভাস্কর্য বিষয়ে করা প্রশ্ন পুরোপুরি এড়িয়ে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল থেকেই মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এবং রায়েরবাজার বধ্যভূমিতে শ্রদ্ধা জানাতে আসেন জাতীয় পার্টি, জাসদসহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও।

news24bd.tv নাজিম