বিটিআরসির তরঙ্গ নিলাম: গ্রামীণফোন ১০ দশমিক ৪৪, বাংলালিংক ৯ দশমিক ৪ এবং রবি ৭ দশমিক ৬ মিলিয়ন ডলারে তরঙ্গ কিনেছে; সরকারের রাজস্ব আয় ৩ হাজার ৯৩ কোটি টাকা
হেনস্থার শিকার যৌনকর্মী পাচ্ছেন ৬০ লাখ টাকা
অনলাইন ডেস্ক
যৌন নিপীড়নের শিকার হয়ে চায় অঙ্কের ক্ষতিপূরণ পাচ্ছেন নিউজিল্যান্ডের এক যৌনকর্মী। সোমবার দেশটির একটি আদালত যৌনকর্মীর পক্ষে এ রায় দিয়েছেন।
ব্রিটিশ গণমাধ্যম জানায়, ২০০৩ সালে যৌনকর্মীতের ওপর অপরাধমূলক কর্মকাণ্ড রোধে আইন পাস করে নিউজিল্যান্ড।
সেই আইনের মাধ্যমে ওই যৌনকর্মীর ওপর নিপীড়নের অভিযোগ সুরাহা করা হয়। তাকে আইনি সহায়তা দেয় একটি মানবাধিকার সংস্থা।
অভিযুক্ত এক ব্যবসায়ীকে ছয় অঙ্কের ডলার (নিউজিল্যান্ড) জরিমানা করা হয়। যা বাংলাদেশি মুদ্রায় ৬০ লাখ টাকার বেশি। মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া এবং হারানো উপার্জন পুষিয়ে নিয়ে এ টাকা পাবেন ওই যৌনকর্মী।
সংস্থাটি জানায়, এই আইনি নিষ্পত্তির মাধ্যমে প্রতিফলিত হলো যে, যৌন হয়রানি থেকে রেহাই পাওয়ার অধিকার আছে যৌনকর্মীদেরও।
আরও পড়ুন: ‘আলোচনার মাধ্যমে আলেমদের সঙ্গে ঐকমত্যে পৌঁছাব’
ফাইনাল না খেলে যুক্তরাষ্ট্রের উদ্দেশে সাকিব
তবে বাদী, বিবাদীর পরিচয় এমনবি আইনি প্রক্রিয়া সম্পর্কে গোপন রাখে কর্তৃপক্ষ। ফলে বিষয়টি নিতে বিস্তারিত কিছু জানা যায়নি।
news24bd.tv তৌহিদ
পরবর্তী খবর
মন্তব্য