দুদক সহকারী পরিচালক আলমগীর হোসেনের বিরুদ্ধে ঘুষের ভিডিও হাইকোর্টে দাখিলের নির্দেশ
করোনায় দেশে ফের বাড়লো মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
গত ২৪ ঘণ্টায় মহামারি করোনায় আরও ৪০ জনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (১৪ ডিসেম্বর) এ সংখ্যা ছিলো ৩৭।
এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ১২৯ জন। এছাড়া করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৮৭৭ জনের দেহে। এ নিয়ে মোট শনাক্ত হলো ৪ লাখ ৯৪ হাজার ২০৯ জন।
মঙ্গলবার বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন:
সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
ফাইনাল না খেলে যুক্তরাষ্ট্রের উদ্দেশে সাকিব
'যুক্তরাষ্ট্র সাইবার হামলা ঠেকাতে ব্যর্থ হলেই রাশিয়ার ঘাড়ে দোষ চাপায়'
বোমা হামলায় কাবুলের ডেপুটি গভর্নর নিহত
সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ দিন সুস্থ হয়েছেন ২ হাজার ৮৮৪ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ২৬ হাজার ৭২৯ জন।
এর আগে সোমবার (১৪ ডিসেম্বর) দেশে আরও ১ হাজার ৭৯৯ জনের দেহে করোনা শনাক্ত হয়।
news24bd.tv নাজিম
পরবর্তী খবর
মন্তব্য