করোনার টিকা নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
অবশেষে বাইডেনকে অভিনন্দন জানালেন পুতিন
অনলাইন ডেস্ক
অবশেষে মার্কিন নির্বাচনে জয় লাভ করায় জো বাইডেনকে অভিনন্দন জানালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
সিএনএন জানায়, আমেরিকার নির্বাচনের ছয় সপ্তাহ পরে মঙ্গলবার ইলেক্টোরাল ভোটেও বাইডেনের জয় নিশ্চিত হওয়ার পর বাইডেনকে এই অভিনন্দন জানান পুতিন।
যদিও অনেক বিশ্ব নেতা নির্বাচনের কয়েক দিনের মধ্যে ভোটে জেতায় বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন। ক্রেমলিন তখন বলেছিল যে পুতিন বিজয়ীকে অভিনন্দন জানানোর আগে অফিশিয়াল ফলাফলের জন্য অপেক্ষা করা "সঠিক" বলে মনে করেন।
মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে ক্রেমলিনের পক্ষ থেকে নবনির্বাচিত প্রেসিডেন্টের সাফল্য কামনা করা হয়।
আরও পড়ুন:
সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
ফাইনাল না খেলে যুক্তরাষ্ট্রের উদ্দেশে সাকিব
'যুক্তরাষ্ট্র সাইবার হামলা ঠেকাতে ব্যর্থ হলেই রাশিয়ার ঘাড়ে দোষ চাপায়'
বোমা হামলায় কাবুলের ডেপুটি গভর্নর নিহত
বিশ্বের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে রাশিয়া ও যুক্তরাষ্ট্র দুই দেশেই দায়িত্বশীল ভূমিকা পালন করে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিজেদের মতপার্থক্য সত্ত্বেও বৈশ্বিক নানা চ্যালেঞ্জ মোকাবিলায় দুই দেশ কাজ করে যাবে।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, পারস্পরিক সম্মান ও সমতার আদর্শের ওপর ভিত্তি করে দুই দেশ নিজ নিজ দেশের নাগরিকসহ বিশ্বের কল্যাণে এক সঙ্গে কাজ করবে। জো বাইডেনকে সহযোগিতা করতে তিনি প্রস্তুত বলেও জানান পুতিন।
news24bd.tv নাজিম
পরবর্তী খবর
মন্তব্য