বিটিআরসির তরঙ্গ নিলাম: গ্রামীণফোন ১০ দশমিক ৪৪, বাংলালিংক ৯ দশমিক ৪ এবং রবি ৭ দশমিক ৬ মিলিয়ন ডলারে তরঙ্গ কিনেছে; সরকারের রাজস্ব আয় ৩ হাজার ৯৩ কোটি টাকা
ফতুল্লায় বধ্যভূমিতে অগণিত শহীদদের প্রতি শ্রদ্ধা
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
অগণিত শহীদদের স্মরণে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় বধ্যভূমিতে নির্মিত স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা ও কোমলমতি শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ।
মঙ্গলবার বিকেলে এনায়েতনগর ইউনিয়নের ফাজিলপুর এলাকায় নির্মিত এই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। পরে স্মরণসভায় সদর উপজেলা নিবাহী অফিসার নাহিদা বারিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিম উদ্দিন, বিশেষে অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার জায়েদুল আলম পিপিএম (বার), সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোহাম্মদ আলী, মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল হুদা।
বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী জানান, ২৭ মার্চ ফতুল্লা ফাজিলপুর এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত পাকিস্তান ন্যাশনাল অয়েল (বর্তমানে যমুনা অয়েল) পাক বাহিনীর নিয়ন্ত্রণে চলে যায়। এখানে গড়ে তোলা হয় সেনা শিবির।
১৬ ডিসেম্বর বিজয় লাভের পূর্বমুহুর্ত পর্যন্ত দেশের বিভিন্ন স্থান থেকে ধরে আনা নারী-পুরুষকে এই সেনা ক্যাম্পে হাত পেছনের দিকে বেঁধে তেল ডিপোর জেটির সামনে দাঁড় করিয়ে ব্রাশ ফায়ার করে হত্যা করে লাশ ফেলে দেয়া হতো বুড়িগঙ্গা নদীতে। একই সঙ্গে নারীদের ধরে এনে চালানো হতো পাশবিক নির্যাতন।
আরও পড়ুন:
সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
ফাইনাল না খেলে যুক্তরাষ্ট্রের উদ্দেশে সাকিব
'যুক্তরাষ্ট্র সাইবার হামলা ঠেকাতে ব্যর্থ হলেই রাশিয়ার ঘাড়ে দোষ চাপায়'
বোমা হামলায় কাবুলের ডেপুটি গভর্নর নিহত
news24bd.tv কামরুল
পরবর্তী খবর
মন্তব্য