ঘন কুয়াশায় বঙ্গবন্ধু সেতু কিছু সময় 
বন্ধ থাকায় দশঘন্টা যানজটে দুর্ভোগ

ঘন কুয়াশায় বঙ্গবন্ধু সেতু কিছু সময় বন্ধ থাকায় দশঘন্টা যানজটে দুর্ভোগ

আব্দুস সামাদ সায়েম, সিরাজগঞ্জ:

ঘন কুয়াশার কারণে সোয়া একঘন্টা বঙ্গবন্ধু সেতুর টোল আদায় বন্ধ থাকায় প্রায় দশ ঘন্টা দীর্ঘ যানজটে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে চালক-যাত্রীদের। কুয়াশার মাত্রা বেড়ে রিখটার স্কেলে ৪০ শতাংশ নেমে যাওয়ায় মঙ্গলবার ভোররাত ১.৫৫ মিনিট থেকে রাত তিনটা ১০ মিটিন পর্যন্ত সম্পুর্ন যান চলাচল বন্ধ করে দেয়া হয়। এতে সেতুর দুপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। তিনটা ১৫ মিনিট পর কুয়াশার ঘনত্ব একটু কমলে দুএকটা করে যানবাহন চলাচল শুরু হওয়ায় দুপুর ১২টা পর্যন্ত যানবাহন চলাচল কিছুটা স্বাভাবিক হয়।

 

বঙ্গবন্ধু সেতু পশ্চিমথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসাদ্দেক হোসেন জানান, রাতে ঘুন কুয়াশার কারণে সেতু দিয়ে প্রায় দেড়ঘন্টা যানবাহন চলাচল বন্ধ রাখা হয়। এতে দুপাশে শতশত গাড়ির দীর্ঘ লাইন হয়ে যায়। কুয়াশার ঘনত্ব কমলে দুএকটা করে গাড়ি চলাচল শুরু করা হয়। তবে যানবাহনের চাপ বেশি হওয়ায় থেমে থেমে যানজট সৃষ্টি হয়।

দুপুর ১২টার পর কুয়াশা কমে গেলে যানবাহন চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
 
গাড়ি চালক ইয়াসিন জানান, তীব্র যানজটের কারণে সেতুর পশ্চিমপাড় থেকে পুর্বপাড়ে যেতে প্রায় ৫ ঘন্টা লেগেছে। এতে যাত্রীসহ চালকদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। তিনি আরো জানান, ঘন কুয়াশার কারণে গাড়ি চালাতেও নানা সমস্যা হয়। মাত্র ৫ ফুট দূরে কি থাকছে তা দেখা যায় না।  

বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল জানান, সেতুর টোলপ্লাজায় ডিজিটাল ওয়েদার স্কেল রয়েছে। স্কেলে কুয়াশার ঘনত্ব ৪০ রিক্টারের নীচে নেমে আসলে দুর্ঘটনার আশঙ্কায় সেতুর উপর দিয়ে যানচলাচল বন্ধ রাখা হয়। কুয়াশার ঘনত্ব ৪০ রিক্টারের নীচে নেমে আসায় রাতে প্রায় সোয়া একঘন্টা বন্ধ রাখা হয়েছিল। এ কারণে দুপাশে যানবাহন আটকা থাকায় থেমে থেমে জানযটের সৃষ্টি হয়েছিল। সোয়া একঘন্টা পর চালু করা হলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়েছে।  

আরও পড়ুন:


সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

ফাইনাল না খেলে যুক্তরাষ্ট্রের উদ্দেশে সাকিব

'যুক্তরাষ্ট্র সাইবার হামলা ঠেকাতে ব্যর্থ হলেই রাশিয়ার ঘাড়ে দোষ চাপায়'

বোমা হামলায় কাবুলের ডেপুটি গভর্নর নিহত


news24bd.tv কামরুল