দুদক সহকারী পরিচালক আলমগীর হোসেনের বিরুদ্ধে ঘুষের ভিডিও হাইকোর্টে দাখিলের নির্দেশ
'ফের শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়তে পারে'
অনলাইন ডেস্ক
করোনা মহামারীর কারণে ফের শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়তে পারে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। আজ মঙ্গলবার (১৫ ডিসেম্বর) গণমাধ্যমের কাছে এ কথা বলেন শিক্ষা উপমন্ত্রী।
উপমন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার জন্য প্রস্তুত রাখা হচ্ছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই স্কুল-কলেজ খোলার ঘোষণা দেওয়া হবে। কবে নাগাদ স্কুল-কলেজ খোলা যাবে সেব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি কমিটির পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া হবে। তবে ১৯ ডিসেম্বরের আগে এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত জানিয়ে দেয়া হবে বলে জানান উপমন্ত্রী।
মহামারি করোনা ভাইরাস পরিস্থিতির কারণে গত ১৭ মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। এরপর ছুটি বাড়ানো হয় কয়েক দফা।
সর্বশেষ গত ১২ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়েরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে ১৯ ডিসেম্বর পর্যন্ত ছুটি বাড়ানোর সিদ্ধান্ত জানানো হয়। তবে এর আগে সীমিত আকারে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য সিলেবাস শেষ করতে শিক্ষা মন্ত্রণালয় চিন্তাভাবনা করলেও সেখান থেকে পিছিয়ে এসেছে।
আরও পড়ুন:
নিখোঁজ দুই বছরের শিশুর লাশ মিলল লাকড়ির মাচায়
ছিনতাইকারীর হামলা, নারী এনজিও কর্মীর হাতের কব্জি বিচ্ছিন্ন
ধর্মের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেব না: প্রধানমন্ত্রী
বসুন্ধরা কিংসের নারী ফুটবলারদের সংবর্ধনা
news24bd.tv কামরুল
পরবর্তী খবর
মন্তব্য