অস্ট্রেলিয়ায় বিজয় দিবস পালন

অস্ট্রেলিয়ায় বিজয় দিবস পালন

মাসুম বিল্লাহ, অস্ট্রেলিয়া থেকে

প্রশান্ত পাড়ের দেশ অস্ট্রেলিয়ায় বিজয়ের প্রথম প্রহর এসেছে পাঁচ ঘণ্টা আগেই। ঘড়ির কাঁটায় ঠিক ১২ টা ১ মিনিটে জাতীয় স্মৃতিসৌধের আদলে নির্মিত সৌধে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে বিজয় দিবস উদযাপন শুরু করে প্রবাসী বাংলাদেশিরা।

বিনম্র শ্রদ্ধা জানানো হয় দেশ মাতৃকার সংগ্রামে নিহত শহীদ, মুক্তিযোদ্ধাদের। অস্ট্রেলিয়ার বাংলাদেশি অধ্যুষিত ল্যাকেম্বার

গ্রামীণ রেস্টুরেন্টের উদ্যোগে অসংখ্য বাংলাদেশি ফুল, ব্যানার নিয়ে স্বাধীন বাংলাদেশের বীর শহীদ, মুক্তিযোদ্ধাদের স্মৃতির উদ্দেশে অর্পণ করেন।

news24bd.tv

‌‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’- জাতীয় সঙ্গীতের মধ্য দিয়েই শুরু হয় সুবর্ণ জয়ন্তী উদযাপন। মধ্যরাতে শুরু হওয়া এই আয়োজনে অস্ট্রেলিয়া আওয়ামী লীগ এবং তাদের অঙ্গসংগঠন, অস্ট্রেলিয়া বিএনপি এবং অঙ্গসংগঠন জাসাসের নেতাকর্মী ও সমর্থকেরা পুস্পস্তবক অর্পণ করেন।

এছাড়া অসংখ্য ছাত্র, ব্যবসায়ী, সাংবাদিক, কবি ও কথাসাহিত্যিক এবং আপামর বাংলাদেশিরা শহীদদের উদ্দেশে শ্রদ্ধা নিবেদন করে বাংলাদেশের বিজয় দিবসকে স্বাগত জানান।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর