নির্বাচনকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়া, ১৪৪ ধারা জারি

নির্বাচনকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়া, ১৪৪ ধারা জারি

নিজস্ব প্রতিবেদক

মৌলভীবাজার বড়লেখায় পৌরসভা নির্বাচনের প্রচারণার সময় শেষে নৌকার মিছিল দেয়া নিয়ে ছাত্রলীগের দু্ই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

আজ  দুপুর  ২টা পর্যন্ত উপজেলা সড়কে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। মঙ্গলবার (১৫ই ডিসেম্বর) রাতে বড়লেখা পৌর শহরের পাখিয়ালা চৌমুহনীতে এই সংঘর্ষের ঘটনা হয়। সংঘর্ষে ৭ জন আহত হয়েছে।

 

ছাত্রলীগের ধাওয়া- পাল্টা ধাওয়ার ঘটনায় বড়লেখা উপজেলা পরিষদ কমপ্লেক্স হতে বড়লেখা সরকারি কলেজ পর্যন্ত এলাকায় শান্তি-শৃংখলা রক্ষায় ১৬ই ডিসেম্বর রাত সাড়ে ১২টায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারার আদেশ জারি করেছে স্থানীয় প্রশাসন। ১৬ই ডিসেম্বর দুপুর ২টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

জানা যায়, মঙ্গলবার রাতে পৌর নির্বাচনের প্রচারনার সময় শেষে মিছিল দেয়াকে কেন্দ্র করে ছাত্রলীগ এর দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া হয় রাত সাড়ে ১০টা পর্যন্ত। এসময় বড়লেখা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি ইমরান হোসেন, বড়লেখা উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সামাদ আহমদসহ উভয় পক্ষের প্রায় ৭জন আহত হয়েছেন।


আরও পড়ুন: 

ইশরাকের বাসায় হামলা-ভাঙচুর

ব‌রিশালে আ.লীগের দুপক্ষের সংঘর্ষে ফাঁকা গু‌লি, আহত ৫০

অবাক কাণ্ড! নদীতে ভেসে আসছে সোনা-রুপার গয়না‍!

অভিনয় ছাড়ার কারণ জানালেন সিদ্দিক


আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা নিয়ে রাতেই বাড়ী ফিরে গেছেন । এ ঘটনায় বড়লেখা থানায় মামলার প্রস্ততি চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম আল ইমরান জানান, সংঘর্ষের ঘটনায় শান্তি-শৃঙ্খলা ভঙ্গ হওয়ার আশঙ্কা রয়েছে। তাই ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে শান্তিপূর্ণ পরিস্থিতি ও সহায়ক পরিবেশ নিশ্চিতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। আজ দুপুর ২টা পর্যন্ত নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

news24bd.tv নাজিম