জর্জিয়াবাসীর প্রতি বাইডেনের আবেদন

জর্জিয়াবাসীর প্রতি বাইডেনের আবেদন

আসমা তুলি

ইলেকটোরাল কলেজ ভোটে জয়ের পর এবার জর্জিয়ার রান অফ নির্বাচনেরও জয় পেতে ভোট প্রার্থনা করেছেন জো বাইডেনে। আশাপ্রকাশ করেন, জর্জিয়াবাসী এক্ষেত্রেও তার ওপর আস্থা রাখবে।  

এদিকে, প্রথম রিপাবলিকান সিনেটর হিসেবে ম্যাকনেলের স্বীকৃতিসহ একত্রে কাজ করার প্রতিশ্রুতি পেয়েছেন জো বাইডেন। পেলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অভিনন্দনও।

অন্যদিকে, এখনো নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ করার চেষ্টায় ব্যস্ত বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্প।  

আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের ইলেকটোরাল কলেজ ভোটে জো বাইডেনের বিজয় নিশ্চিত হওয়ার পর মঙ্গলবার তাকে অভিনন্দন জানান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কো আগেই জানিয়েছিল, সরকারিভাবে বিজয়ী হলেই কেবল যুক্তরাষ্ট্রের ৪৬ তম প্রেসিডেন্টকে অভিনন্দন জানাবেন রুশ সরকার।  

এছাড়াও ওইদিন এই ডেমোক্রেট প্রথম কোন রিপাবলিকান সিনেটরের সমর্থন পান।

  সিনেটে সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান নেতা মিশ ম্যাকনেল মঙ্গলবার জো বাইডেনেকে স্বীকৃতি দিয়ে কার সঙ্গে কাজ করার অঙ্গীকার করেন।

তবুও সিনেটে ম্যাকনেলের ক্ষমতা খর্ব করতে মঙ্গলবার নতুন নির্বাচিত এই প্রেসিডেন্ট জর্জিয়াবাসীর কাছে ভোট প্রার্থনা করেন। সিনেটে ডেমোক্রেটদের অধিপত্য বাড়াতে জর্জিয়ার দুটি আসন জরুরি বলেও দাবি করেন তিনি।

জো বাইডেন বলেন, ৩ নভেম্বর নির্বাচনে জর্জিয়ার মানুষ আমার এবং কমলা হ্যারিসের ওপর আস্থা রাখায় ধন্যবাদ। স্টেটটিতে যতবার ভোট গগণা হয়েছে ততোবারই আমার পাশে দাঁড়িয়েছেন তারা। আমার বিশ্বাস, আগামী ৫ জানুয়ারি রান অফ নির্বাচনেও জর্জিয়াবাসী একইভাবে পাশে থাকবে।  

২০ জানুয়ারি শপথ গ্রহণের আগেই তার নয়া কেবিনেট গুছাতেও ব্যস্ত সময় কাটাচ্ছেন জো বাইডেন। মঙ্গলবার তিনি জ্বালানি মন্ত্রী হিসেবে মনোনীত করেন মিশিগানের সাবেক গভর্নর জেনিফার গ্র্যানহোল্মকে।  

তবে নিশ্চিত ক্ষমতা ছাড়তে হবে জেনেও এখনো নির্বাচনে ভোট জালিয়াতির প্রলাপ বকে যাচেছন প্রেসিডেন্ট ট্রাম্প। মঙ্গলবারও হোয়াইট হাউজের পক্ষ থেকে জানানো হয়, ইলেকটোরাল কলেজ ভোটে বাইডেনের জয়কে স্বীকৃতি দিতে অনীহা ট্রাম্পের।

আরও পড়ুন: 


এবার কারিনার বেবি বাম্পের ছবি ভাইরাল

উৎসব উদযাপন ছাড়াই কানাডায় টিকা দেওয়া শুরু

নির্বাচনকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়া, ১৪৪ ধারা জারি

ইশরাকের বাসায় হামলা-ভাঙচুর

ব‌রিশালে আ.লীগের দুপক্ষের সংঘর্ষে ফাঁকা গু‌লি, আহত ৫০

একসঙ্গে বিষপান করে স্ত্রীর মৃত্যু, স্বামী হাসপাতালে


news24bd.tv কামরুল