এই দুর্ভোগ শেষ হবে কবে?

এই দুর্ভোগ শেষ হবে কবে?

শরিফুল হাসান

ঢাকা থেকে ময়মনসিংহ যেতে কতক্ষণ লাগে? আমার এক সহকর্মী অসুস্থ হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি শুনে দ্রুত ঢাকা থেকে রওনা হলাম। তখন দুপুর ১২ টা। আমি পৌঁছালাম বিকাল পাঁচটায়। এরমধ্যে বেলা সাড়ে তিনটা পর্যন্ত লেগেছে গাজিপুর চৌরাস্তা পেরোতে।

আচ্ছা এই গাজীপুরের রাস্তাটা ঠিক হবে কবে? 

গত দশ বছরে তো এই রাস্তা কাটাকাটি ছাড়া ভালো কোনদিন দেখিনি। ঢাকা থেকে গাজীপুর যাওয়া তো রীতিমতো একটা যুদ্ধ। বহুবার বহ ঘটনায় আমাকে এখানে ঘন্টার পর ঘন্টা রাস্তায় আটকে থাকতে হয়েছে। আচ্ছা গাজীপুরের রাস্তাটা ঠিক না করে ময়মনসিংহের রাস্তা ঠিক করে মানুষ কি কাঙ্ক্ষিত সুফল পাবে? 

আমাদের এক ছোট ভাই মে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বাড়ি গাজীপুরে ও প্রায়ই বলে এই রাস্তার ভয়ে ও সাভার থেকে গাজীপুরে বাড়ি আসার সাহস করে না।

 

আমার এখন মনে হয় রাস্তা কাটাকাটির কারণে ঢাকা শহরের দুঃখ মিরপুর। আর ঢাকা বিভাগের দুঃখ গাজীপুর। আচ্ছা এই দুর্ভোগ শেষ হবে কবে?

শরিফুল হাসান, সিনিয়র সাংবাদিক ও উন্নয়ন কর্মী (ফেসবুক থেকে নেয়া)

news24bd.tv কামরুল

এই রকম আরও টপিক