আন্তর্জাতিক মানের জিম করছে বাফুফে

আন্তর্জাতিক মানের জিম করছে বাফুফে

মাহফুজুল ইসলাম

বৃহস্পতিবার থেকেই বহুল প্রতিক্ষীত আন্তর্জাতিকমানের ফিটনেস সেন্টার ও জিমের কাজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।  

বাফুফে ভবন সংলগ্ন ফাঁকা জায়গায় এই জিম স্থপিত হবে বিজয় দিবস উপলক্ষে লাল-সবুজ দলের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ পরিদর্শন শেষে এই ঘোষণা দেন বাফুফে সভাপতি।  

এদিকে, বিজয় দিবসের প্রীতি ফুটবল ম্যাচে জাতীয় দলের সাবেক ফুটবলারদের নিয়ে গড়া সবুজ দলকে ৩-০ গোলে পরাজিত করে লাল দল।  

লাল আর সবুজ জার্সিতে বাফুফের টার্ফে সাবেক ফুটবলারদের মিলনমেলা।

বিজয় দিবস প্রীতি ফুটবল ম্যাচ খেলতে এসে নস্টালজিক ৯০ দশকের ফুটবলাররা। লাল সবুজের বাংলার পতাকার রংটা এই ফুটবলারদের মনে, হৃদয়ে, আর জাগরণে বিরাজ করে সারাক্ষণ।

প্রীতি ম্যাচটিতে সবুজ দলের বিপক্ষে ৩-০ গোলের জয় লাল দলের। ম্যাচ উপভোগ শেষে বাফুফে সভাপতি ও স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড় কাজী সালাউদ্দিন সংবাদমাধ্যমের কাছে করলেন বিজয়ের সৃতি রোমন্থন।

বিজয় দিবসের দিনে বাফুফে সভাপতি বহুল প্রতিক্ষীত জিমের কাজ শুরুর ঘোষণা দেন। সেই সঙ্গে কমপ্লায়েন্স স্টেডিয়াম ও একাডেমির বিষয়েও কাজ চলমান বলে জানান তিনি।

জিমের কাজ শুরুর পর দ্রুতই তা শেষ করার পরিকল্পনা বাফুফের।

আরও পড়ুন: 


উৎসব উদযাপন ছাড়াই কানাডায় টিকা দেওয়া শুরু

নির্বাচনকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়া, ১৪৪ ধারা জারি

ইশরাকের বাসায় হামলা-ভাঙচুর

ব‌রিশালে আ.লীগের দুপক্ষের সংঘর্ষে ফাঁকা গু‌লি, আহত ৫০

একসঙ্গে বিষপান করে স্ত্রীর মৃত্যু, স্বামী হাসপাতালে


news24bd.tv কামরুল