জয়ের ধারা ধরে রেখেছে বার্সেলোনা

জয়ের ধারা ধরে রেখেছে বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক

স্প্যানিশ লা লিগায় জয়ের ধারা অব্যাহত রেখেছে বার্সেলোনা। ঘরের মাঠে রিয়াল সোসিয়েদাদকে ২-১ গোলে হারিয়েছে কাতালানরা। এদিকে, ফরাসি লিগে জয়ের ধারায় ফিরেছে পিএসজি। ঘরের মাঠে লরিয়কে ২-০ গোলে হারিয়েছে থমাস টুখেলে শিষ্যরা।

 

স্প্যানিশ লা লিগায় কাম্প নুয়ে রিয়াল সোসিয়েদাদকে আতিথ্য দিয়েছিলো বার্সেলোনা। নিজেদের খুঁজে ফেরা বার্সেলোনা শুরু থেকেই চাপ বাড়ায় প্রতিপক্ষের উপর। তবে, স্রতের বিপরীতে গিয়ে ম্যাচে ২৭ মিনিটে লিড নেয় সোনিয়েদাদ। ডান দিক থেকে পোর্তুর বাড়ানো বল জালে জড়িয়ে দলকে এগিয়ে নেন জোসে।

পাল্টা জবাব দিতে মোটেও দেরি করেনি স্বাগতিকরা। ৪ মিনিট পরেই গোছানো আক্রমণে ডি-বক্সের মধ্যে ফাঁকায় বল পেয়ে ডান পায়ের জোরালো শটে দূরের পোস্ট দিয়ে বল জালে জড়ান স্প্যানিশ ডিফেন্ডার  আলবা।


'আওয়ামী লীগের ছেলের সঙ্গে বিএনপির মেয়ের বিয়ে চিন্তাই করা যায় না'

আল্লামা শফীকে হত্যার অভিযোগ, মামুনুলসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলা


৪৩ মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। আলবার ক্রস ফাঁকায় পেয়ে অনায়াসে ডান পায়ের টোকায় লক্ষ্যভেদ করেন ডি ইয়ং। দ্বিতীয়ার্ধে আর গোলের দেখা পায়নি কোন দল। ফলে, ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।  

এদিকে, ফ্রেঞ্চ লিগ ওয়ানে, নেইমারসহ নিয়মিত একাদশের বেশ কয়েকজনকে ছাড়াই লরিয়েকে আতিথ্য দিয়েছিলো পিএসজি। ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণে লরিয়ঁকে কঠিন পরীক্ষায় ফেলে পিএসজি। তবে প্রথমারর্ধে গোলেল দেখা পায়নি তারা।  

দ্বিতীয়ার্ধের শুরুতে এগিয়ে যায় পিএসজি। ৫১ মিনিটে সফল স্পট কিকে লরিয়ঁর প্রতিরোধ ভাঙেন এমবাপে। আর, ৬১ মিনিটে রাফিহার অ্যাসিস্টে ময়েস কিন লক্ষ্য ভেদ করলে, ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি। আর এ জয়ে ১৫ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে রয়েছে ফরাসি জায়ান্টরা।

news24bd.tv কামরুল