প্রধান বাধা অদক্ষতা ও হস্তক্ষেপ: সিপিডি

প্রধান বাধা অদক্ষতা ও হস্তক্ষেপ: সিপিডি

সুলতান আহমেদ

ঘুষ বা দুর্নীতি নয় ব্যবসা করার প্রধান বাধা এখন সরকারের অদক্ষ জনপ্রশাসন আর অযাচিত হস্তক্ষেপ। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বরাত দিয়ে জানিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি। সংস্থার গবেষণায় উঠে এসেছে করোনা পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধারে ২৪ সূচকের মধ্যে বাংলাদেশের অবস্থান ৫০-এর নিচে।   

করোনা মহামারিতে ক্ষতিতে পড়ছে পুরো বিশ্বের অর্থনীতি।

সেই ক্ষতি কাটিয়ে উঠতেও তৎপর বিশ্বের সব দেশ। প্রতি বছর বৈশ্বিক ব্যবসায়ের পরিবেশ নিয়ে প্রতিবেদন তুলে ধরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। আর সেই সূচকে কার অবস্থান কোথায় তা জানতেও আগ্রহের কমতি নেই বিনিয়োগকারীদের। এ বছর এক ভিন্ন প্রেক্ষাপটে ১২৬ দেশের উপর অর্থনীতি পুনরুদ্ধার বিষয়ে জরিপ চালিয়েছে সংস্থাটি।


ঢাকায় শেকড়, কলকাতায় ডালপালা মেলেছি: জয়া

মুম্বাইয়ের ফ্ল্যাটে বাংলাদেশি তরুণীর পচাগলা লাশ উদ্ধার


সেখান থেকে ৫৫ টি দেশের ওপর গবেষণা চালিয়ে সিপিডি বলছে, বাংলাদেশের অবস্থার অবনতি হয়েছে। জরিপে অংশ নেয়া ব্যবসায়ীরা বলেছেন, ঘুষ দুর্নীতির চেয়েও এখন বড় বাধা অদক্ষ প্রশাসন। এজন্য চাপের উর্ধ্বে থেকে সরকারি কর্মকর্তাদের কাজ করার তাগিদ সিপিডির।

অনুষ্ঠানে সিপিডির গবেষকরা বলেন, কর্মসংস্থান বাড়াতে জরুরি হয়ে পড়েছে বিনিয়োগ বাড়ানো। জরিপে অংশ নেয়া ৭৫ শতাংশ ব্যবসায়ীরা মনে করেন কেন্দ্রিয় ব্যাংকের নজরদারি দুর্বল হয়েছে। ছোট ব্যবসায়ীদের দূরে রেখে বড়দের সুবিধা দেয়ায় বৈষম্য বাড়ছে বলেও মত সিপিডির।

 

news24bd.tv কামরুল