প্রণোদনা নিলেও শ্রমিকদের সুরক্ষায় উদ্যোগ নেয়নি গার্মেন্টস ব্যবসায়িরা: টিআইবি

প্রণোদনা নিলেও শ্রমিকদের সুরক্ষায় উদ্যোগ নেয়নি গার্মেন্টস ব্যবসায়িরা: টিআইবি

অনলাইন ডেস্ক

সরকারের উপর চাপ ও প্রভাব বিস্তার করে পোশাক শিল্প মালিকরা প্রণোদনার বড় অংশ নিজেদের আয়ত্ত্বে নিয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবির এক গবেষনায় এমন চিত্র উঠে এসেছে।  

শুধু তাই নয়, সংস্থাটি বলছে, প্রণোদনা নিলেও শ্রমিকদের সুরক্ষায় কোন উদ্যোগই গ্রহণ করেনি ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, উল্টো সিদ্ধান্তহীনতায় কয়েকবার শ্রমিকদের ঝুঁকিতে ফেলেছেন মালিকরা।

আবার কোথাও কোথাও বেআইনিভাবে লে-অফ করে বহু শ্রমিককে বেকার করে দেয়ার উদাহরণ তৈরি করেছে শিল্প মালিকরা।

এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সংস্থাটির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, প্রণোদনায় শ্রমিকের নয় স্বার্থ রক্ষা হয়েছে মালিকদের।

 


'আওয়ামী লীগের ছেলের সঙ্গে বিএনপির মেয়ের বিয়ে চিন্তাই করা যায় না'

আল্লামা শফীকে হত্যার অভিযোগ, মামুনুলসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলা


news24bd.tv কামরুল