করোনা নেগেটিভ, তবুও কোয়ারেন্টিনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

করোনা নেগেটিভ, তবুও কোয়ারেন্টিনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও কোয়ারেন্টিনে গেছেন। দেশটির পররাষ্ট্র দপ্তর বুধবার এ তথ্য জানায়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ কথা বলা হয়।

করোনাভাইরাসে সংক্রমিত কোনো এক ব্যক্তির সংস্পর্শে (কন্ট্যাক্ট) গিয়ে কোয়ারেন্টিনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পম্পেও।

যদিও করোনা পরীক্ষায় তার নেগেটিভ এসেছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বলেন, পম্পেও করোনা পরীক্ষা করেছেন। পরীক্ষায় তাঁর নেগেটিভ এসেছে। কিন্তু রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) নির্দেশনা অনুযায়ী তিনি কোয়ারেন্টিনে থাকবেন।

পররাষ্ট্র দপ্তরের চিকিৎসা দল তাঁকে গভীরভাবে পর্যবেক্ষণে রাখবে।

আরও পড়ুন: ৯ম শ্রেণির ছাত্রীকে বিয়ে করে বরখাস্ত হলেন ইউপি চেয়ারম্যান

‘দুজনের সহমতে যৌন সম্পর্ক ধর্ষণ নয়’

পম্পেও কখন কীভাবে করোনা সংক্রমিত কোনো ব্যক্তির সংস্পর্শে এসেছেন, সে সম্পর্কে কিছু জানায়নি মার্কিন পররাষ্ট্র দপ্তর।

এ ছাড়া পম্পেওর কোনো উপসর্গ দেখা দিয়েছিল কি না, তা–ও জানানো হয়নি।

news24bd.tv তৌহিদ