করোনার ঝুঁকি এড়াতে সিডনির বাসিন্দাদের ঘরে থাকার আহ্বান

করোনার ঝুঁকি এড়াতে সিডনির বাসিন্দাদের ঘরে থাকার আহ্বান

অনলাইন ডেস্ক

করোনা সংক্রমণের আশঙ্কায় অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) অঙ্গরাজ্যের সিডনির বাসিন্দাদের ঘরে থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

দুই সপ্তাহ ধরে সেখানে স্থানীয়ভাবে করোনা সংক্রমণের খবর পাওয়া যায়নি, তবে নতুন করে করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ায় এ অনুরোধ জানানো হয়।

সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে আজ শুক্রবার এ খবর জানানো হয়েছে।


চুরি করতে দেখে ফেলায় বৃদ্ধকে গলা কেটে হত্যা

চাঁদপুর থেকে ঢাকায় নিয়ে কিশোরীকে ধর্ষণ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ


প্রতিবেদনে বলা হয়, সিডনির উত্তরাঞ্চলের উপকূলীয় এলাকায় আড়াই লাখ মানুষের বসবাস।

আগামী সোমবার পর্যন্ত তাদের ঘরে থাকতে বলা হয়েছে এবং তাঁদের মধ্যে কোনো ধরনের উপসর্গ দেখা দিলে টেস্ট করার জন্য বলা হয়েছে।

এ ছাড়া অন্যদের ওই এলাকা পরিহার করার জন্য বলা হয়েছে এবং গণপরিবহণসহ গির্জা ও সুপারমার্কেটের মতো জনসমাগমস্থলে মাস্ক পরার জন্য বলা হয়েছে।

news24bd.tv নাজিম