ভাস্কর্য ভাংচুরকারীরা দেশের কাজে লাগে না

আশরাফুল আলম খোকন

ভাস্কর্য ভাংচুরকারীরা দেশের কাজে লাগে না

আশরাফুল আলম খোকন

যতীন্দ্রনাথ মুখার্জিকে ওরা চিনে হিন্দু ধর্মাবলম্বী হিসাবে। কারণ ওদের সুশিক্ষা নাই, হয়তো কুশিক্ষায় শিক্ষিত। তাই তারা যতীন্দ্রনাথ মুখার্জির ভাস্কর্য ভাংচুর করেছে।  

আর এই বাঙালী জাতি যতীন্দ্রনাথ মুখার্জিকে চিনে “বাঘাযতীন”হিসাবে।

ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম একজন যোদ্ধা হিসাবে। যাদের দীর্ঘ সংগ্রামের ফসল আজকের বাংলাদেশ। ভাস্কর্য ভাংচুরকারীরা বাঘাযতীনদের এই দেশে বাস করেই আয়েশ করে আজ আপেল, কমলা, আঙ্গুর, মুরগির বড় রান’টা খাচ্ছেন।  

আমি নিশ্চিত ভাস্কর্য ভাংচুরকারীদের আদর্শিক পূর্ব পুরুষরা এই জাতি গঠনে কোনো অবদান রাখেনি।

আর বর্তমানে এরাও সন্তান উৎপাদন ছাড়া দেশের উৎপাদনশীল অন্য কোনো কাজে নেই। শুধু বিদেশের কাছে দেশের ইমেজকে প্রশ্নবিদ্ধ করে।

আশরাফুল আলম খোকন, প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি


সেনাবাহিনী থেকে খালেদা জিয়াকে চিঠি

এবার ট্রাম্পের চোখ ৬ জানুয়ারির দিকে

কুষ্টিয়ায় বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর

দুই ভাই জেলা প্রশাসক, এক বোন এএসপি


নিউজ টোয়েন্টিফোর বিডি / কামরুল