চট্টগ্রামে সবজি হাতের নাগালে চাল উর্ধ্বমুখি

চট্টগ্রামে সবজি হাতের নাগালে চাল উর্ধ্বমুখি

নয়ন বড়ুয়া জয়

চট্টগ্রামের পাইকারি বাজারে বেড়েছে শীতকালিন সবজির সরবরাহ। রেয়াজুদ্দিন বাজারে দশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ফুলকপি, ৮ টাকায় বিক্রি হচ্ছে বাধাকপি। বাজারে নতুন আলু ওঠায় কিছুটা কমেছে আলুর দামও। সবজির দাম সাধারণের হাতের নাগালে হলেও চালের দর এখনও উর্ধ্বমুখী থাকায় বিপাকে সাধারণ ক্রেতারা।

 

চট্টগ্রামের বিভিন্ন বাজারে উত্তরবঙ্গের সবজির সরবরাহ বেড়েছে কয়েকগুণ। এ কারণে কয়েকদিন আগেও যে সব সবজির দাম চড়া ছিল, তা এখন সাধারণের হাতের নাগালে। দশ টাকা কেজি দরে ফুলকপি  আর আট টাকা কেজি দরে বিক্রি হচ্ছে  বাধাকপি। একই সঙ্গে কমেছে বেগুন ও বরবটির দামও ।

তবে টমেটোর দাম এখনও ৮০ থেকে একশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

সেনাবাহিনী থেকে খালেদা জিয়াকে চিঠি

এবার ট্রাম্পের চোখ ৬ জানুয়ারির দিকে

কুষ্টিয়ায় বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর

দুই ভাই জেলা প্রশাসক, এক বোন এএসপি


আলুর পাইকার মাহবুবর রহমান খোকন জনিয়েছেন, নতুন আলু বাজারে আসায় কমতে শুরু করেছে আলুর দাম। তবে চালের দাম এখনো কমেনি। ৫০ টাকার নিচে বাজারে কোন চাল নেই। চালের দর উর্ধ্বগতির কারণ হিসেবে উত্তরবঙ্গের মিলারদের কারসাজিকেই দুষছেন পাইকাররা।  সবজির দাম কমায় কিছুটা স্বত্বিতে  সাধারণ ক্রেতারা। তবে চালের দাম না কমায় হতাশ তারা।    

চালের বাজার স্থিতিশীল রাখতে নিয়মিত বাজার মনিটরিংসহ সব ধরনের পদক্ষেপ নেবে প্রশাসন এমন  প্রত্যাশা ভোক্তাদের।

নিউজ টোয়েন্টিফোর বিডি / কামরুল