ঢাকায়ও চালের দাম বাড়ছে

ঢাকায়ও চালের দাম বাড়ছে

সুলতান আহমেদ

নিত্যপণ্যের দামে এখন স্বস্তিতে ক্রেতারা। শীতের ভরা মৌসুমে আমদানি রয়েছে হরেক রকমের সবজির, সেই সঙ্গে দামও হাতের নাগালে। অবশ্য বিক্রেতারা বলছেন, চাহিদা অনুযায়ী ক্রেতা না পাওয়ায় অনেক ক্ষেত্রে নষ্ট হচ্ছে সবজি। তবে নতুন আলু বাজারে আসলেও দাম কমার কোন লক্ষণ নেই।

দেশি মাছের আমদানীও চোখে পড়ার মতো তবে কিছুটা বাড়তি গরুর মাংসের দাম।

শুক্রবারে সাধারণত বাড়তি ভীড় থাকে রাজধানীর বাজারগুলোতে। সেই হিসেবে বিক্রেতারাও নানা প্রকার সবজির পসরা সাজিয়ে বসেন। তবে ভরা মৌসুমে অলি গলিতেই মিলছে সবজি।

বাজারে ক্রেতার সংকট বলছেন বিক্রেতারা। দুএকটি সবজি ছাড়া দামও রয়েছে একেবারে হাতের নাগালে।


সেনাবাহিনী থেকে খালেদা জিয়াকে চিঠি

এবার ট্রাম্পের চোখ ৬ জানুয়ারির দিকে

কুষ্টিয়ায় বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর

দুই ভাই জেলা প্রশাসক, এক বোন এএসপি


নতুন আলু বাজারে আসার পর কিছুটা কমতে দেখা যায় আলুর দাম। তবে ঘণ কুয়াশায় গাড়ি ও ফেরি চলাচল বাধাগ্রস্ত হওয়ায় কিছুটা বেড়েছে আলুর দাম। সেই সঙ্গে পেঁয়াজের দামও অপরিবর্তিত রয়েছে।  

ক্রেতার জন্য সবচেয়ে স্বস্তির জায়গা এখন মাছ বাজার। নদী ও বিলের হরেক রকমের মাছের সরবরাহ বাড়ায় দাম রয়েছে অনেকটাই হাতের নাগালে।

এদিকে কেজি প্রতি ৩ থেকে ৪ টাকা বেড়েছে চালের দাম।

ভোজন রসিকদের কাছে চাহিদা বেশ গরুর মাংসের। অন্যান্য পণ্যের দাম কম থাকলেও মাংসের দাম কমার কোন লক্ষণ নেই। উল্টো দাম বাড়তে পারে জানালেন বিক্রেতাদের কেউ কেউ। তবে নিয়ন্ত্রণে রয়েছে সব ধরনের মুরগির দাম।

নিউজ টোয়েন্টিফোর বিডি / কামরুল

এই রকম আরও টপিক