বিটিআরসির তরঙ্গ নিলাম: গ্রামীণফোন ১০ দশমিক ৪৪, বাংলালিংক ৯ দশমিক ৪ এবং রবি ৭ দশমিক ৬ মিলিয়ন ডলারে তরঙ্গ কিনেছে; সরকারের রাজস্ব আয় ৩ হাজার ৯৩ কোটি টাকা
১৫ নাবিক নিয়ে জাহাজ নিঁখোজ
আন্তর্জাতিক ডেস্ক
১৫ নাবিক নিয়ে নিখোঁজ হয়ে গেছে পানামার পতাকাবাহী একটি কার্গো জাহাজ। ভিয়েতনামের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, জাহাজটিতে ১১ জন চীনা এবং ভিয়েতনামের ৪ জন নাবিক ছিলেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার ভিয়েতনামের বিন থুয়ান-এ চীন ও ভিয়েতনামের নাবিকদের নিয়ে ‘জিন হং’ নামের জাহাজটি সাগরে ডুবে যায়। বিশাল কার্গো জাহাজটি মালয়েশিয়া থেকে কাদামাটি নিয়ে হংকং-এর দিকে যাত্রা করছিল। এ সময় সাগর উত্তাল হয়ে পড়ে। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ৭ হাজার ৮শ টন কাদামাটি নিয়ে জাহাজটি ডুবে যায়।
জাহাজটি বিপদের আভাস পেয়ে সংকেত পাঠায় বলেও জানা গেছে। কিন্তু এর কিছুক্ষণের মধ্যে এ দুর্ঘটনা ঘটে। নাবিক এবং জাহাজের সন্ধানে সাগরে উদ্ধারকারী দল পাঠিয়েছে ভিয়েতনাম সরকার। সাগরের বিভিন্ন স্থানে তল্লাশি শুরু হলেও এখনো কোন হদিস পাওয়া যায়নি।
সেনাবাহিনী থেকে খালেদা জিয়াকে চিঠি
এবার ট্রাম্পের চোখ ৬ জানুয়ারির দিকে
কুষ্টিয়ায় বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর
দুই ভাই জেলা প্রশাসক, এক বোন এএসপি
নিউজ টোয়েন্টিফোর বিডি / কামরুল
পরবর্তী খবর
মন্তব্য