সৌদি আরবে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন

সৌদি আরবে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন

মোহাম্মদ আল-আমীন, সৌদি আরব থেকে

বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দার উদ্যোগে আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২০ যথাযোগ্য মর্যাদায় সৌদি সরকারের স্বাস্থ্যবিধি অনুসরণে উদযাপিত হয়েছে।

এবারের প্রতিপাদ্য বিষয় ছিল মুজিববর্ষের আহ্বান দক্ষ হয়ে বিদেশ যান।

শুক্রবার স্থানীয় সময় সকাল দশটায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী প্রদত্ত বাণী পাঠ করে শোনানো হয়।

আরও পড়ুন: মালয়েশিয়ায় আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন

খুলনার ফুলতলায় সাবেক চরমপন্থীকে গুলি করে হত্যা

অনুষ্ঠানে দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন- জেদ্দায় নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল ফয়সাল আহমেদ।

বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এদিকে করোনা পরিস্থিতি বিবেচনা করে  দিবসটি উপলক্ষে ভার্চুয়াল আলোচনা সভা করে বাংলাদেশ দূতাবাস রিয়াদ।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর