সংকটাপন্ন কাদেরকে সাহস দিলেন নূর

সংকটাপন্ন কাদেরকে সাহস দিলেন নূর

অনলাইন ডেস্ক

হুমায়ূন আহমেদের জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘কোথাও কেউ নেই’তে বদি চরিত্রে অভিনয় করেছিলেন আব্দুল কাদের। সেই আব্দুল কাদের ক্যান্সারে আক্রান্ত হয়ে বর্তমানে ভারতের চেন্নাইয়ের ক্রিস্টিয়ান মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন।  

তাঁর অবস্থা সংকটাপন্ন, জানিয়েছেন কাদেরের পুত্রবধূ জাহিদা ইসলাম। তিনি বলেন, ‘বাবা ক্যান্সার ফোর স্টেজে থাকায় কোনো সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না।

শরীর প্রচণ্ড দুর্বল। এই অবস্থায় তাঁকে কেমোথেরাপি দেওয়া যাচ্ছে না। চিকিৎসকরা একবার আইসিইউতে নিতে চেয়েছিলেন, পরে আবার পরামর্শ দিয়েছেন আইসিইউতে না নেওয়ার। আমরা অপেক্ষা করছি, যদি শরীর একটুও ভালো হয়, তবে ২০ ডিসেম্বর দেশে নিয়ে আসব।

ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় যুবলীগ নেতা আটক

ফেনসিডিলসহ আটক রাজশাহীর প্রধান নির্বাহী কর্মকর্তা

যৌতুকের জন্য গোপনাঙ্গে রড দিয়ে খুঁচিয়ে ক্ষতবিক্ষত!

তবে কাদেরের ‘কোথাও কেউ নেই’ সহকর্মী আসাদুজ্জামান নূর তাঁকে সাহস দিয়েছেন। ফিরে আসতে বলেছেন দেশে। জাহিদা ইসলাম বলেন, ‘আমার শ্বশুরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন আসাদুজ্জামান নূর। তিনিও বলেছেন চেন্নাইয়ে না থেকে দেশে ফিরতে। ২৪ ঘণ্টা চিকিৎসাসেবা দেওয়ার ব্যবস্থাও তিনি করাবেন। ঢাকায় এলে আমার শ্বশুর আবার সুস্থ হবেন বলেও আশাবাদী তিনি। ’ সূত্র: কালের কণ্ঠ।

নিউজ টোয়েন্টিফোর বিডি / কামরুল