গ্রিসে তুর্কি কূটনীতি আটক, আঙ্কারার তীব্র নিন্দা

গ্রিসে তুর্কি কূটনীতি আটক, আঙ্কারার তীব্র নিন্দা

অনলাইন ডেস্ক

গুপ্তচরবৃত্তির অভিযোগ এনে গ্রিসের রুদাস দ্বীপে নিযুক্ত তুরস্কের কূটনীতিক সেবাহাতিন বাইরামকে আটকের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে আঙ্কারা।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার গ্রিসের এ পদক্ষেপের নিন্দা জানিয়েছে। আঙ্কারার দাবি গ্রিসের কর্মকর্তারা তুর্কি ওই কূটনীতিকের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির ভিত্তিহীন অভিযোগ করেছেন। খবর আনাদোলুর।

‘স্যার, সাগর আমারে খালি ধর্ষণ করতে চায় বিয়ে করতে চায় না’

বিয়ের কয়েক ঘন্টা আগেই পঙ্গু কনে এর পর যা হল...

ছেলের কাছ থেকে পাওনা টাকা আদায়ে বাবার লাশ আটক

সংকটাপন্ন কাদেরকে সাহস দিলেন নূর,

গ্রিসের রুদাস দ্বীপে ওই তুর্কি কূটনীতিক সাগরে চলাচলকারী গ্রিক সামরিক জাহাজের ছবি তোলার অপরাধে আটক হন।

তুরস্ক থেকে হাজার হাজার অভিবাসীর গ্রিসে অনুপ্রবেশ এবং পূর্ব ভূমধ্যসাগরে তুরস্কের তেল অনুসন্ধানকারী জাহাজের খননকাজ নিয়ে প্রতিবেশী দু’দেশের মধ্যে সাম্প্রতিক সময়ে তীব্র বাদানুবাদ চলছিল। এছাড়া, তুরস্ক ও গ্রিস পরস্পরকে একে অপরের আকাশ ও সমুদ্রসীমা লঙ্ঘনের দায়েও অভিযুক্ত করছে।

এর আগেও গ্রিসের গণমাধ্যম তুরস্কের সমালোচনা করে বলেছে, তুর্কি সরকার প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের বিরোধীদের আটক করার জন্য গ্রিসের শরণার্থী শিবিরগুলোতে গুপ্তচর পাঠাচ্ছে।

নিউজ টোয়েন্টিফোর / কামরুল