শীত বেড়েছে চুয়াডাঙ্গায়, নিম্ন আয়ের মানুষদের দুর্ভোগ

শীত বেড়েছে চুয়াডাঙ্গায়, নিম্ন আয়ের মানুষদের দুর্ভোগ

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় শীতের প্রকোপ বেড়েছে। সেইসাথে কষ্ট বেড়েছে নিম্নআয়ের মানুষদের। তীব্র শীত উপেক্ষা করে খুব সকালে নিম্নআয়ের মানুষদের ঘরের বাইরে আসতে হচ্ছে কাজের সন্ধানে। শীতে শহরে মানুষের সমাগম কমেছে।

দূরপাল্লার যাত্রীরা প্রয়োজনের তাগিদে বাস স্ট্যান্ডে আসতে দেখা গেছে।  

‘স্যার, সাগর আমারে খালি ধর্ষণ করতে চায় বিয়ে করতে চায় না’

বিয়ের কয়েক ঘন্টা আগেই পঙ্গু কনে এর পর যা হল...

ছেলের কাছ থেকে পাওনা টাকা আদায়ে বাবার লাশ আটক

সংকটাপন্ন কাদেরকে সাহস দিলেন নূর

চুয়াডাঙ্গা জেলায় তাপমাত্রা ক্রমেই নিচের দিকে নামছে। আজ শনিবার সকাল ৬টায় চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায়ও একই তাপমাত্রা ছিলো।

যা এই মৌসুমের সর্বনিম্ন।  

গতকাল শুক্রবার চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সামাদুল হক জানান, আজ শনিবার তাপমাত্রা হঠাৎ করে অনেক বেশি কমে গেছে।

শীত বাড়লেও শ্রমিক শ্রেণির মানুষদের কাজের প্রয়োজনে ঘরের বাইরে আসতে হচ্ছে। শীত উপেক্ষা করে তারা কাজ খুজছেন।  

নিউজ টোয়েন্টিফোর / কামরুল