কুয়েটে বিজ্ঞানী ও গবেষকদের আন্তর্জাতিক কনফারেন্স শুরু

কুয়েটে বিজ্ঞানী ও গবেষকদের আন্তর্জাতিক কনফারেন্স শুরু

নিজস্ব প্রতিবেদক, খুলনা

আন্তর্জাতিক মানের প্রকৌশল শিক্ষা নিশ্চিতকরণ ও আধুনিক জ্ঞান- বিজ্ঞান চর্চায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উদ্যোগে তিনদিনব্যাপী কনফারেন্স আজ (শনিবার) সকাল থেকে শুরু হয়েছে। এতে দেশ-বিদেশের প্রথিতযশা অধ্যাপক, বিজ্ঞানী, গবেষক ও ইন্ডাষ্ট্রি এক্সপার্টদের ১২৯টি প্রবন্ধ উপস্থাপিত হবে। আগামী ২১ ডিসেম্বর পর্যন্ত সীমিত পরিসরে সরাসরি উপস্থিতি ও ভার্চুয়াল মাধ্যমে এ কনফারেন্স অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: এইচএসসি পাস করেই ১৩ বছর ধরে তিনি চক্ষু বিশেষজ্ঞ!

এভাবে কি সন্তান লাভ সম্ভব?

জানা যায়, বিশ্বের বর্তমান সময়ের গবেষনা ধারনা ও টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে ২০১০ সাল থেকে কুয়েটে ধারাবাহিকভাবে প্রতিবছর ‘মেকানিক্যাল, ইন্ডাস্ট্রিয়াল এন্ড এনার্জি ইঞ্জিনিয়ারিং ইন্টারন্যাশনাল কনফারেন্স’- আইসিএমআইইই অনুষ্ঠিত হচ্ছে।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহিদুল্লাহ। চীফ পেট্রন হিসেবে উপস্থিত ছিলেন কুয়েটের ভাইস চ্যান্সেলর ড. কাজী সাজ্জাদ হোসেন। সভাপতিত্ব করেন কুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন ড. মোহাম্মদ আরিফুল ইসলাম।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর