দেশের বাজারে সব থেকে ভালো মানের অর্থ্যাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৩ হাজার ১৩৭ টাকা কমিয়ে ১ লাখ ৭১ হাজার ৮১১ টাকা নির্ধারণ করা হয়েছে। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম কমার পরিপ্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে। আজ শুক্রবার (৯ মে) থেকে নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। গতকাল বৃহস্পতিবার (৮ মে) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে সর্বশেষ গত ০৩ মে সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৩ হাজার ৫৬৯ টাকা কমিয়ে ১ লাখ ৬৮ হাজার ৯৭৬ টাকা করা হয়। আজ আবার স্বর্ণের দাম কমানো হলো। তার আগে ২৪, ২৮ ফেব্রুয়ারি, ০২ ও ৯ মার্চ এবং ০৮, ১৪, ২৩...
স্বর্ণের কমে যাওয়া দাম আজ থেকে কার্যকর
অনলাইন ডেস্ক

দুই দফা বেড়ে স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?
নিজস্ব প্রতিবেদক

দুই দফা বাড়ানোর পর দেশের বাজারে কমল স্বর্ণের দাম। এবার ভরিতে ৩ হাজার ১৩৭ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এখন থেকে বিক্রি হবে ১ লাখ ৭১ হাজার ৮১১ টাকায়। শুক্রবার (৯ মে) থেকেই নতুন এ দাম কার্যকর হবে। আজ বৃহস্পতিবার (৮ মে) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৭১ হাজার ৮১১ টাকা। বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে...
মুদ্রাস্ফীতি ৫ শতাংশের নিচে নামানো হবে: গভর্নর
নিজস্ব প্রতিবেদক

মুদ্রাস্ফীতি কমিয়ে ৫ শতাংশের নিচে নামানো হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। আজ বৃহস্পতিবার (৮ মে) রাজধানীতে ব্যাংকার-এসএমই নারী উদ্যোক্তা সমাবেশ, পণ্য প্রদর্শনী ও মেলা-২০২৫ উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন, ‘টাকা ছাপিয়ে আর ব্যাংকগুলোকে সহায়তা করা হবে না।’ নারী উদ্যোক্তাদের ঋণ সহায়তা ৬ শতাংশ থেকে উন্নতির জন্য বাংলাদেশ ব্যাংক কাজ করবে বলেও জানান ড. আহসান এইচ মনসুর। news24bd.tv/MR
আমাদের মূল লক্ষ্য বিনিয়োগ ও কর্মসংস্থান: আশিক চৌধুরী
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেছেন, আমাদের এখন মূল লক্ষ্য বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি করা। বাংলাদেশকে মেনুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তোলা। এ জন্যে বন্দরের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই। বৃহস্পতিবার (৮ মে) সকাল ৯টায় চট্টগ্রাম বন্দরের লালদিয়া চর পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। আশিক চৌধুরী বলেন, আমরা এখন যেভাবে এগোচ্ছি তাহলেও ভিয়েতনামের ধারেকাছেও যেতে পারবো না। ভিয়েতনামে বর্তমানে ৪৪টি পোর্ট রয়েছে। মাতারবাড়িসহ আমাদের সবগুলো বন্দর হয়ে গেলে ছয়টিতে দাঁড়াবে। এসময় প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম, ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম...
সর্বশেষ
সর্বাধিক পঠিত