ঝুঁকিপূর্ণ রেলক্রসিং নিরাপদ হবে কবে?

ঝুঁকিপূর্ণ রেলক্রসিং নিরাপদ হবে কবে?

কাজী শাহেদ, রাজশাহী

ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে রেলক্রসিংগুলো। অবৈধভাবে গড়ে ওঠা ক্রসিংগুলো আগে থেকেই অনিরাপদ। বৈধগুলোতে গেটম্যান থাকার পরেও অনেক ক্ষেত্রে দুর্ঘটনা এড়ানো যাচ্ছে না। ফলে দিন দিন বাড়ছে দুর্ঘটনা ও মৃত্যু।

 

পশ্চিমাঞ্চল রেলের দুটি সেকশনে মোট রেলক্রসিং আছে এক হাজার ৩৪১টি। এর মধ্যে বৈধ এক হাজার ১টি, অবৈধ ৩৪০টি। এসব রেলক্রসিংয়ে গেটম্যানদের দায়িত্বহীন কর্মকাণ্ডে প্রায়ই ঘটছে দুর্ঘটনা, হচ্ছে প্রাণহানি।

আরও পড়ুন: গেইটম্যান ঘুমিয়ে ছিলেন, ঝরে গেলো ১২ প্রাণ

কেন্দ্রের বাইরে পরীক্ষার খাতা !

ভাস্কর্য অবমাননার মূল পরিকল্পনাকরী বিএনপি: কাদের

পশ্চিমাঞ্চল রেলের দেওয়া তথ্যানুযায়ী পাকশি সেকশনে বৈধ গেইট আছে ৫০৪ টি, অবৈধ গেইট-২৩৭ টি, লালমনিরহাট সেকশনে, বৈধ গেইট-৪৯৭ টি, অবৈধ গেইট-১০৩টি।

 

রেললাইনের পাশে নতুন নতুন রাস্তা নির্মাণের কারণে ক্রসিংয়ের সংখ্যা বাড়ছে। রাস্তা নির্মাণ করতে রেলওয়ের অনুমোদন নেয়ার বিধান থাকলেও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো সেই অনুমোদনের তোয়াক্কা করে না। এই অভিযোগ করেছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ।  অবৈধভাবে গড়ে ওঠা ক্রসিংয়ে মৃত্যুর দায় নিতে চায় না রেল। তবে নির্মাণ হওয়া গেইটগুলোর গুরুত্ব বিবেচনায় অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে দুর্ঘটনা কমাতে গেইটগুলোতে প্রয়োজনীয় জনবল নিয়োগ ও তদারকি বাড়ানোর দাবি জানিয়েছেন নাগরিকরা।

news24bd.tv তৌহিদ