‌‘জ্বর নয়, ইনফেকশনের চিকিৎসা হোক’

‌‘জ্বর নয়, ইনফেকশনের চিকিৎসা হোক’

শোয়াইব জিবরান

জ্বর কোনো অসুখ নয়। ভেতরের অন্য কোনো গুরুতর ইনফেকশন বা সমস্যার উপসর্গ মাত্র। ভাস্কর্য ভাঙার প্রবণতাও উপসর্গ মাত্র। মূল সমস্যা আদর্শজাত।

রাষ্ট্রকে তার এ আদর্শ তার সকল নাগরিককে বোঝাতে হবে যে, রাষ্ট্রে সকল নাগরিকের বিশ্বাস ও আদর্শের গুরুত্ব সমান। এখানে সংখ্যাগুরু বা সংখ্যালঘুর বিশ্বাস বা আদর্শ বলে কোনো পার্থক্য নেই।

ফলত ধর্মনিরপেক্ষ এ রাষ্ট্রে সকল ধর্মের বিশ্বাসী- অবিশ্বাসী, ধর্মনিরপেক্ষ সকলেই থাকবেন। সবার বিশ্বাসই সমান গুরুত্ব রাষ্ট্রের কাছে পাবে।

কেউ কারো অধিকার ক্ষুন্ন করতে পারবেন না।

রাষ্ট্র যেমন মসজিদ-মন্দির নির্মাণ করবে, তেমনি নির্মাণ করবে ভাস্কর্যও।

এ দেশে মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা, মূর্তি, বিমূর্তি সকলই থাকবে।

মসজিদ থাকবে। সাথে ভাস্কর্যও থাকবে- যেমনটি সারা দুনিয়ার মুসলিম রাষ্ট্রসমূহেও আছে।

এ রাষ্ট্রটি সাংবিধানিকভাবে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। ফলে রাষ্ট্রের এ মৌলিক আদর্শকে না মানা- রাষ্ট্রদ্রোহিতা। অবশ্যই ফাঁসির মতো গুরুতর দণ্ডযোগ্য অপরাধ।

রাষ্ট্রকে এ বার্তাটি সকলকে পৌঁছাতে হবে। ভাস্কর্য পাহারা দিয়ে আপাত সমাধান হলেও স্থায়ী সমাধান হবে না।
রাষ্ট্রকে তার নীতিতে অটল থাকতে হবে।

জ্বর নয়, ইনফেকশনের চিকিৎসা হোক।

শোয়াইব জিবরান কবি, লেখক, শিক্ষক

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর