ইমরান খানের সঙ্গে তালেবান প্রতিনিধি দলের সাক্ষাৎ

অনলাইন ডেস্ক

শান্তি প্রক্রিয়ার পাশাপাশি দুদেশের মধ্যে সম্পর্ক শক্তিশালী করতে প্রথমবারের মতো পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন আফগানিস্তানের তালেবান প্রতিনিধিদল।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই আনুষ্ঠানিক সাক্ষাতকার সম্পর্কে জানানো হয়। তালেবান রাজনীতি বিষয়ক উপ-প্রধান মোল্লা আব্দুলগনি বারাদারের সভাপতিত্বে তালেবান গোষ্ঠীর প্রতিনিধিদল শুক্রবার ইসলামাবাদে ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেন।  


শীতে কাঁপছে দিল্লি 

শাহজালাল বিমানবন্দরে আরও একটি বোমা উদ্ধার

মৌলবাদ বিরোধী সমাবেশ


বিবৃতিতে বলা হয়, আফগানিস্তানের শান্তি প্রক্রিয়াকে ত্বরান্বিত করার কাজে সহযোগিতা করার লক্ষ্যে তালেবান প্রতিনিধিদলের পাকিস্তান সফরের ব্যবস্থা করা হয়েছে।

 

বৈঠকে আফগানিস্তানে সম্প্রতি সহিংসতা বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ ইমরান খান বলেন, দেশে শান্তি প্রতিষ্ঠা করতে চাইলে সরকার ও তালেবান উভয়কে সহিংসতা পরিহার করতে হবে। তালেবান প্রতিনিধিদল এর মধ্যে তিনবার আনুষ্ঠানিক সফরে পাকিস্তানে গেলেও প্রধানমন্ত্রীর সঙ্গে এটাই তাদের প্রথম সরাসরি সাক্ষাৎকার।  

news24bd.tv নাজিম