মশা নিধনে সোমবার থেকে ক্রাশ প্রোগাম শুরু: মেয়র আতিক
বাংলাদেশের সঙ্গে যোগাযোগ বৃদ্ধির ইতিবাচক প্রভাব
অনলাইন ডেস্ক
বাংলাদেশের সঙ্গে কানেকটিভিটি উত্তর-পূর্ব ভারতসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার সংযোগের সম্ভাবনা খুলে দিয়েছে। ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা গতকাল গৌহাটিতে উত্তর-পূর্ব উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যকার ভার্চুয়াল শীর্ষ বৈঠকের পর শ্রিংলা এই প্রথম মন্তব্য করছিলেন। তিনি এখানে নতুন প্রস্তাব যেমন বলেছেন, তেমনি ব্যাখ্যা করেছেন যে, বাংলাদেশের সঙ্গে রেল-সড়ক যোগাযোগের ফলে ভারত ও বাংলাদেশ উপকৃত হয়েছে।
তিনি বলেন, দুই প্রধানমন্ত্রী শেষ দ্বিপক্ষীয় বৈঠকের সময় চিলাহাটি-হলদিবাড়ী রেল যোগাযোগ উদ্বোধন করেন। এর ফলে অদূর ভবিষ্যতে কলকাতা থেকে বাংলাদেশের মধ্য দিয়ে শিলিগুড়ি পর্যন্ত ট্রেন চলার সম্ভাবনা তৈরি হয়েছে। যেমনটি ১৯৬৫ সালের আগে চলত। তিনি জানান, এ রকম আরও দুটি রেল যোগাযোগের কাজ চলছে। একটি হলো কুলাউড়া-শাহবাজপুর। এটি চালু হলে বাংলাদেশের সিলেটের সঙ্গে আসামের করিমগঞ্জের রেলসংযোগ পুনরায় চালু হবে। অন্যটি হলো আখাউড়া-আগরতলা। এটি ২০২২ সালে চালু হবে। তখন ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্ণ হবে।
ভাস্কর্য ভাঙার মূল পরিকল্পনাকারী যুবলীগ নেতাকে বহিষ্কার
যে কারণে বিয়ের কয়েক ঘন্টা পরেই বিচ্ছেদ!
এবার কে হবেন হেফাজত মহাসচিব! আলোচনায় মামুনুলও
দুর্গম পাহাড় থেকে যেভাবে উদ্ধার হল ৪ যুবক
রাস্তায় মা হলেন পাগলী, পুলিশের ফোনেও এলো না অ্যাম্বুলেন্স!
শ্রিংলা বলেন, অভিন্ন নদ-নদীর মধ্যে আন্তর্জলপথ পরিবহনমাধ্যম ব্যবহার করে পণ্য রপ্তানি ও আমদানি সহজ হয়েছে। বিশেষ করে ব্রহ্মপুত্র ও বরাক-সুরমা নদীর ব্যবহার। এ নদী প্রটোকল ব্যবহার করেই সম্প্রতি ভুটান থেকে বাংলাদেশ পণ্য আমদানি করতে পেরেছে। তিনি এও জানান, কভিড-পরবর্তী সময়ে গৌহাটি-ব্যাংকক ও গৌহাটি-ঢাকা বিমান পরিষেবা চালু হয়ে যাবে।
তিনি আরও জানান, ভুটান ও ভারতের উত্তর-পুবের রাজ্যগুলোর জলবিদ্যুৎ প্রকল্প থেকে উদ্বৃত্ত বিদ্যুৎ বাংলাদেশ ও মিয়ানমারকে সরবরাহ করার প্রস্তাব রয়েছে। ভবিষ্যতে সড়ক যোগাযোগ দক্ষিণ-পূর্ব এশিয়া পর্যন্ত বিস্তৃত হবে। বাংলাদেশের আর্থিক প্রবৃদ্ধির প্রশংসা করে শ্রিংলা বলেন, ‘বাংলাদেশের মানুষের আয় বেড়েছে। ফলে বাজার তৈরি হয়েছে। এর সদ্ব্যবহার করতে পারে উত্তর-পুবের রাজ্যগুলো। একই সঙ্গে বাংলাদেশও সুযোগ নিতে পারে। প্রধানমন্ত্রী মোদির দর্শন অনুসারে দক্ষিণ এশিয়ার সঙ্গে দক্ষিণ-পূর্ব এশিয়া ও বিমসটেকের সঙ্গে আশিয়ান দেশগুলোকে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
নিউজ টোয়েন্টিফোর / কামরুল
পরবর্তী খবর
মন্তব্য