'অর্থনৈতিক উন্নয়ন হলে সীমান্ত হত্যা শূন্যের কোঠায় আনা সম্ভব হবে'

'অর্থনৈতিক উন্নয়ন হলে সীমান্ত হত্যা শূন্যের কোঠায় আনা সম্ভব হবে'

নিজস্ব প্রতিবেদক

কূটনৈতিক তৎপরতার পাশাপাশি সীমান্তবর্তী অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন হলে সীমান্ত হত্যা শূন্যের কোঠায় আনা সম্ভব বলে মনে করেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম। সকালে বিজিবি দিবসে তিনি বিজিবি সদরদপ্তরে এ কথা বলেন।

মহাপরিচালক বলেন, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে কিছু অরক্ষিত সীমানা রয়েছে সেগুলোকে নিয়ন্ত্রণে আনাই এখন বড় চ্যালেঞ্জ। এজন্য সীমান্তে বিওপি বাড়ানোর পরিকল্পনা নেয়া হয়েছে।

করোনা পরিস্থিতির মধ্যেও বিজিবর সকল ধরনের অভিযানসহ সেবা মূলক কার্যক্রম সমূহ অব্যাহত রয়েছে বলে জানান বিজিবি মহাপরিচালক। বিজিবি দিবস উপলক্ষ্যে, যে মহান দ্বায়িত্ব বিজিবির উপর, তা বিজিবি সব সময় নিষ্ঠা ও সঠিক ভাবেই পালন করছে মন্তব্য করে তিনি বলেন, তথ্য প্রযুক্তির সাথে তাল মিলিয়ে বিজিবে গড়ে তোলা হচ্ছে।  

এর আগে পিলখানায় বিজিবি সদর দপ্তরে রোববার সকাল ৯টায় রেজিমেন্টাল পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিজিবি দিবসের কর্মসূচি শুরু হয়। বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এ পতাকা উত্তোলন করেন।

 

এরপর পিলখানায় ‘সীমান্ত গৌরব’-এ পুষ্পস্তবক অর্পণ করে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে মহাপরিচালকের বিশেষ দরবার শুরু হয়, করোনাভাইরাস সংক্রমণজনিত স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় ভার্চুয়াল পদ্ধতিতে বিজিবির বিশেষ দরবার অনুষ্ঠিত হয়।


ভাস্কর্য ভাঙার মূল পরিকল্পনাকারী যুবলীগ নেতাকে বহিষ্কার

যে কারণে বিয়ের কয়েক ঘন্টা পরেই বিচ্ছেদ!

এবার কে হবেন হেফাজত মহাসচিব! আলোচনায় মামুনুলও

দুর্গম পাহাড় থেকে যেভাবে উদ্ধার হল ৪ যুবক

রাস্তায় মা হলেন পাগলী, পুলিশের ফোনেও এলো না অ্যাম্বুলেন্স!


নিউজ টোয়েন্টিফোর / কামরুল