বিটিআরসির তরঙ্গ নিলাম: গ্রামীণফোন ১০ দশমিক ৪৪, বাংলালিংক ৯ দশমিক ৪ এবং রবি ৭ দশমিক ৬ মিলিয়ন ডলারে তরঙ্গ কিনেছে; সরকারের রাজস্ব আয় ৩ হাজার ৯৩ কোটি টাকা
চীনের নজরদারিতে মার্কিন যুদ্ধজাহাজ
অনলাইন ডেস্ক
তাইওয়ান প্রণালী অতিক্রম করার সময় মার্কিন একটি যুদ্ধজাহাজকে অনুসরণ করেছে চীন।
এ ধরনের মিশনের মাধ্যমে যুক্তরাষ্ট্র তাইওয়ানের স্বাধীনতা সমর্থকদের ‘উত্তেজক বার্তা’ দেয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করে এর নিন্দাও জানিয়েছে দেশটি।
শনিবার মার্কিন ক্ষেপণাস্ত্রবাহী যুদ্ধজাহাজ ইউএসএস মাস্টিন তাইওয়ান প্রণালী অতিক্রম করে। যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জানিয়েছে, আন্তর্জাতিক আইন মেনেই তাদের নিয়ন্ত্রিত জাহাজটি এ পথ পাড়ি দিয়েছে।
এক বিবৃতিতে চীনের সামরিক বাহিনী জানিয়েছে, প্রণালী পার হওয়ার পুরো সময়জুড়ে তাদের বিমান ও নৌবাহিনী যুক্তরাষ্ট্রের জাহাজটিকে ‘অনুসরণ ও পর্যবেক্ষণ’ করেছে।
আরও পড়ুন: তদন্তের স্বার্থে এসকে সিনহাকে দেশে ফিরিয়ে আনতে চায় দুদক
এতে বলা হয়, যুক্তরাষ্ট্র শক্তি প্রদর্শন করায় রত আর তাইওয়ানকে নিজেদের স্বার্থপর কৌশলগত উদ্দেশ্যের জন্য গুটি হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে।
রয়টার্স জানিয়েছে, এবার নিয়ে চলতি বছর ১২তম বারের মতো যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জাহাজ প্রণালীটি অতিক্রম করল।
তাইওয়ানকে নিজেদের অঞ্চল বলে দাবি করে চীন; কিন্তু অত্যাধুনিক সমরাস্ত্র বিক্রিসহ এই দ্বীপটির প্রতি সমর্থন ও তাইওয়ান প্রণালীতে নিয়মিতভাবে যুদ্ধজাহাজ পাঠায় যুক্তরাষ্ট্র।
news24bd.tv আহমেদ
পরবর্তী খবর
মন্তব্য