নীলফামারীর সৈয়দপুরে কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে একজন নিহত, আহত অন্তত ২ জন
মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
মাদারীপুরে বাসের ধাক্কায় সৈকত লপ্তি (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ বিকেলে ঢাকা-বরিশাল মহাসড়কের সমাদ্দার নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।
নিহত সৈকত সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের বাজিতপুর এলাকার বাদশা লপ্তির ছেলে।
জানা গেছে, সড়কের পাশে বালু রাখার খোলা জায়গায় একটি পিকআপ ভ্যান থামিয়ে মেরামত করছিলেন চালক সাগর হোসেন। এ সময় সৈকত সেখানে দাঁড়িয়ে মেরামত করা দেখছিল। ওই পিকআপ ভ্যানটির পেছনে আরেকটি পিকআপ ভ্যান রাখা ছিল।
করোনার টিকা নিতে হলে অনলাইনে নিবন্ধন করতে হবে
দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশেই মেজর (অব.) হাফিজকে শোকজ: রিজভী
এমন সময় টেকেরহাট থেকে আসা মাদারীপুরগামী শুভযাত্রা নামের একটি লোকাল বাস পেছন থেকে প্রথম পিকআপ ভ্যানটিকে ধাক্কা দিলে দ্বিতীয় পিকআপ ভ্যানটি ছিটকে পাশের খাদে পড়ে যায়। এসময় ওই গাড়িটির ধাক্কায় ঘটনাস্থলেই সৈকত মারা যায়। এতে গুরুতর আহত হন চালক সাগর। তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো. কামরুল ইসলাম মিয়া নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
news24bd.tv নাজিম
পরবর্তী খবর
মন্তব্য