ময়মনসিংহে ট্রাকের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত

ময়মনসিংহে ট্রাকের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত

অনলাইন ডেস্ক

ময়মনসিংহে ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার ৩ আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই জন।

রোববার (২০ ডিসেম্বর) রাত পৌনে ৯টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের বেলতলী এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

দুরর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন।

বোরহান উদ্দিন জানান, সিএনজি চালিত অটোরিকশাটি ময়মনসিংহ থেকে নেত্রকোনার দিকে যাচ্ছিল। পথিমধ্যে বেলতলী এলাকায় বালু বোঝাই একটি ট্রাক সেটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। তাদের বয়স ২৫ থেকে ৩৫ এর মধ্যে।

নিহতরা সবাই পুরুষ।


আরও পড়ুন: সাতক্ষীরার বিনেরপোতায় ট্রাকের ধাক্কায় হেল্পারের মৃত্যু


তিনি আরও বলেন, গুরুতর অবস্থায় এক নারী ও এক পুরুষকে স্থানীয়রা এবং শ্যামগঞ্জ হাইওয়ে ফাঁড়ির পুলিশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ নয়ন দাস বলেন, অন্ধকারের মধ্যে অটোরিকশাটি দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাস্থলেই তিন ব্যক্তি নিহত হয়েছেন। নিহতদের মরদেহ ও দুর্ঘটনা কবলিত অটোরিকশা শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে।

news24bd.tv আহমেদ