পিরোজপুরে মেয়র পদে ৩ ও কাউন্সিলর পদে ৪৬ প্রার্থী

পিরোজপুরে মেয়র পদে ৩ ও কাউন্সিলর পদে ৪৬ প্রার্থী

ইমন চৌধুরী, পিরোজপুর

দ্বিতীয় দফা পৌরসভা নির্বাচনে রোববার (২০ ডিসেম্বর) ছিল প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।

পিরোজপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৩ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. হাবিবুর রহমান মালেক, বিএনপি মনোনীত প্রার্থী শেখ শহীদুল্লাহ এবং স্বতন্ত্র প্রার্থী এস. এম. ছাইদুল ইসলাম কিসমত।

নির্বাচনে কাউন্সিলর পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৪৬  প্রার্থী।

এর মধ্যে সংরক্ষিত (মহিলা) কাউন্সিলরের তিনটি আসনে ৮ প্রার্থী এবং সাধারণ কাউন্সিলর পদে ৯টি ওয়ার্ডে ৩৮ প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বর্তমান মেয়র মো. হাবিবুর রহমান মালেকের পক্ষে রবিবার দুপুরে পিরোজপুর জেলা রিটানিং অফিসারের কাছে মনোনয়ন পত্র জমা দিয়েছেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা  এ কে এম এ আউয়াল।


আরও পড়ুন: ময়মনসিংহে ট্রাকের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত


এর আগে ১৯ ডিসেম্বর (শনিবার) জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের নেতৃত্বে বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ শহীদুল্লাহ (শহীদ) মনোনয়ন পত্র জমা দেন।  

এছাড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস.এম. ছাইদুল ইসলাম কিসমত স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

প্রসঙ্গত, দ্বিতীয় দফার পৌরসভা নির্বাচন ১৬ জানুয়ারী ২০২১ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।  

পিরোজপুর পৌরসভার মোট ভোটার সংখ্যা ৪৫ হাজার ১৮৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২২ হাজার ২০৫ জন এবং মহিলা ভোটার ২২ হাজার ৯৮০ জন।

news24bd.tv আহমেদ