বাঁশি বাজবে নিরপেক্ষভাবে : বাফুফে

বাঁশি বাজবে নিরপেক্ষভাবে : বাফুফে

মাহফুজুল ইসলাম

ফুটবল মাঠে সকল ভয় ভীতির ঊর্ধ্বে উঠে নির্ভয়ে সততার সঙ্গে কাজ করতে রেফারিদের নির্দেশ দিয়েছেন কাজী সালাউদ্দিন। বাঁশি বাজানোর ক্ষেত্রে যাতে কোনো পক্ষপাত না হয়, সেদিকে নজর দিতে রেফারিদের কড়া নির্দেশ দিয়েছেন বাফুফে বস। এদিকে, মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া ফেডারেশন কাপকে সামনে রেখে দলগুলোর পরিচিতি ও আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেছে বাফুফে।  

১৩ দলের এক ট্রফি জয়ের লড়াই শুরু হবে মঙ্গলবার।

ফেডারেশন কাপে অংশ নেয়া দলগুলোকে নিয়ে বাফুফের এই আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। পেশাদার লিগে খেলা ১৩ দলের প্রস্তুতির সবশেষ অবস্থা জানান ক্লাব কর্তারা।  

কোভিড বাস্তবতায় অংশ নেয়া দলগুলোর জন্য বাফুফে থেকে থাকছে স্বাস্থ্যবিধির কড়া নির্দেশনা। নির্দেশনা পালন হচ্ছে কি না, তা দেখতে আছে মনিটরিং সেল।

প্রতিটি দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের ম্যাচের ৭২ ঘণ্টা আগে দিতে হবে কোভিড নেগেটিভ সনদ।  

ফেডারেশন কাপ পরিচালনায় করা হয়েছে ২৫ সদস্যের রেফারি প্যানেল। যাদের নিয়ে এদিন আলাদাভাবে বৈঠক করেছে বাফুফে সভাপতি। যেকোনো প্ররোচনা ও ভয় ভীতির ঊর্ধ্বে উঠে সঠিক সিদ্ধান্ত নিতে রেফারিদের কড়া নির্দেশ কাজী সালাউদ্দিনের। রেফারিদের যেকোনো ধরণের জটিলতা নিরসনে পাশে থাকার ঘোষণা বাফুফে সভাপতির।


এবার ‘ওলে ওলে’ গান নিয়ে হাজির হিরো আলম (ভিডিও)

সৌদি আরবে সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত

এবার চালকবিহীন যুদ্ধ হেলিকপ্টার তৈরি করল তুরস্ক

সাংবাদিকদের জন্য ইউএসএআইডির সিরিজ কর্মশালা


নিউজ টোয়েন্টিফোর / কামরুল