ফেডারেশন কাপের উদ্বোধনী ম্যাচে মঙ্গলবার রহমতগঞ্জের বিপক্ষে মাঠে নামছে বসুন্ধরা কিংস। ম্যাচ শুরু সন্ধ্যা সাড়ে ৫টায়। চার বিদেশিসহ শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে বসুন্ধরা কিংস।
অন্যদিকে, দেশিয়দের উপর ভরসা গেল আসরের রানার আপ রহমতগঞ্জ ম্যানেজমেন্টের।
এরিমধ্যেই দক্ষিণ এশিয়ায় ক্লাব ফুটবলে বড় নাম হয়ে ওঠা বসুন্ধরা কিংসের এবারের মিশন ফেডারেশন কাপ। উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ গেল আসরের রানার আপ রহমতগঞ্জ।
গেল আসরের ফাইনালের পুনরাবৃত্তি ঘটানোর মিশনে পূর্ণ শক্তির একাদশ নিয়ে মাঠে নামবে অস্কার ব্রুজন। সুশান্ত ত্রিপুরা ও তপু বর্মনের ইনজুরিতে মাঠে নামা নিয়ে আছে শঙ্কা। তবে চার ফরেইনারকে ঘিরে হতে যাচ্ছে পরিকল্পনা। ফার্নানদোজ রোবিনহোর সঙ্গে আক্রমণভাগে আর্জেন্টাইন রাউলের অন্তর্ভূক্তিতে কিংস এবারো কাগজে কলমে শিরোপার অন্যতম দাবিদার।
অন্যদিকে, নিজেদের আন্ডারডগ হিসেবেই রাখতে চাইছেন রহমতগঞ্জ কোচ গোলাম জিলানী। ফেডারেশন কাপে নেই বড় কোনো প্রত্যাশা। তার উপর করোনা বাস্তবতায় ভিসা জটিলতার কারণে এখনো দলের সঙ্গে যুক্ত হয়নি তিন ফরেইনার। ফেডারেশন কাপকে প্রস্তুতির অংশ হিসেবে ধরে লিগে চমক জাগানোর লক্ষ্য দলটির।
এবার ‘ওলে ওলে’ গান নিয়ে হাজির হিরো আলম (ভিডিও)
সৌদি আরবে সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত
এবার চালকবিহীন যুদ্ধ হেলিকপ্টার তৈরি করল তুরস্ক
সাংবাদিকদের জন্য ইউএসএআইডির সিরিজ কর্মশালা
নিউজ টোয়েন্টিফোর / কামরুল